মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৪- পাক-পবিত্রতার অধ্যায়

হাদীস নং: ৪৪৭
- পাক-পবিত্রতার অধ্যায়
৫. দ্বিতীয় অনুচ্ছেদ - গোসলের বিবরণ
৪৪৭। হযরত ইয়ালা ইবনে মুররাহ (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, রাসূলুল্লাহ (ﷺ) এক ব্যক্তিকে (বিবস্ত্রভাবে) উন্মুক্ত স্থানে গোসল করতে দেখে রাগান্বিতভাবে গিয়ে মসজিদের মিম্বরে দাঁড়ালেন, অতঃপর প্রথমে আল্লাহর প্রশংসা করে বললেন, আল্লাহ্ পাক অত্যন্ত লজ্জাশীল এবং পর্দা পছন্দকারী। তিনি লজ্জাশীলতা এবং পর্দা করাকে ভালবাসেন। অতএব তোমরা গোসল করার সময় পর্দা রক্ষা কর। -আবু দাউদ, নাসায়ী
كتاب الطهارة
وَعَن يعلى: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَأَى رَجُلًا يَغْتَسِلُ بِالْبَرَازِ فَصَعِدَ الْمِنْبَرَ فَحَمِدَ الله وَأثْنى عَلَيْهِ وَقَالَ: «إِن الله عز وَجل حييّ حييّ ستير يحب الْحيَاء والستر فَإِذَا اغْتَسَلَ أَحَدُكُمْ فَلْيَسْتَتِرْ» . رَوَاهُ أَبُو دَاوُدَ وَالنَّسَائِيُّ وَفِي رِوَايَتِهِ قَالَ: «إِنَّ اللَّهَ سِتِّيرٌ فَإِذَا أَرَادَ أَحَدُكُمْ أَنْ يَغْتَسِلَ فَلْيَتَوَارَ بِشَيْءٍ»
tahqiqতাহকীক:তাহকীক চলমান