আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৪৯- নবীজী সাঃ ও সাহাবা রাঃ ; মর্যাদা ও বিবিধ ফাযায়েল

হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৩৮১০
২১২৭. যায়দ ইবনে সাবিত (রাযিঃ)- এর মর্যাদা
৩৫৩৮। মুহাম্মাদ ইবনে বাশশার (রাহঃ) .... আনাস (রাযিঃ) থেকে বর্ণিত, নবী কারীম (ﷺ)- এর যুগে (সর্বপ্রথম) যে চার ব্যক্তি সম্পূর্ণ কুরআনুল কারীম হিফয করেছিলেন তাঁরা সবাই ছিলেন আনসারী। (তাঁরা হলেন) উবাই ইবনে কা‘ব (রাযিঃ), মু‘আয ইবনে জাবাল (রাযিঃ), আবু যায়দ (রাযিঃ), যায়দ ইবনে সাবিত (রাযিঃ)। কাতাদা (রাহঃ) বলেন, আমি আনাস (রাযিঃ)- কে জিজ্ঞাসা করলাম, আবু যায়দ কে? তিনি বললেন, উনি আমার চাচাঁদের মধ্যে একজন।
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন