মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৪- পাক-পবিত্রতার অধ্যায়
হাদীস নং: ৪০৫
৪. দ্বিতীয় অনুচ্ছেদ - উযূর নিয়ম-কানুন
৪০৫। হযরত লাকীত ইবন ছাবেরাহ (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বললাম, ইয়া রাসূলাল্লাহ! আমাকে অজুর বিষয় বলুন। তিনি বললেন, অজুতে স্থানসমূহ পূর্ণভাবে ধৌত করবে। আঙ্গুলগুলোর মধ্যে খেলাল করবে এবং নাসিকা ছিদ্রে উত্তমরূপে পানি পৌঁছাব-রোযা না রাখা অবস্থায়। -আবু দাউদ, তিরমিযী, নাসায়ী
وَعَنْ لَقِيطِ بْنِ صَبِرَةَ قَالَ: قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ أَخْبِرْنِي عَنِ الْوُضُوءِ. قَالَ: «أَسْبِغِ الْوُضُوءَ وَخَلِّلْ بَيْنَ الْأَصَابِعِ وَبَالِغْ فِي الِاسْتِنْشَاقِ إِلَّا أَنْ تَكُونَ صَائِمًا» . رَوَاهُ أَبُو دَاوُدَ وَالتِّرْمِذِيُّ وَالنَّسَائِيُّ وَرَوَى ابْنُ مَاجَه والدارمي إِلَى قَوْله: بَين الْأَصَابِع
