মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৪- পাক-পবিত্রতার অধ্যায়
হাদীস নং: ৩৭১
- পাক-পবিত্রতার অধ্যায়
২. তৃতীয় অনুচ্ছেদ - পায়খানা-প্রস্রাবের আদব
৩৭১। হযরত আব্দুর রহমান ইবনে হাসানাহ (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, একবার রাসূলুল্লাহ (ﷺ) আমাদের সামনে এলেন। তখন তাঁর হাতে একটি চামড়ার ঢাল ছিল। তিনি তা (পর্দাস্বরূপ) মাটির উপর খাড়া করে রাখলেন। অতঃপর বসে ঢালটির দিকে ফিরে প্রস্রাব করলেন। তখন তাদের একজন বলল, তোমরা দেখ এই লোকটি নারীদের ন্যায় প্রস্রাব* করছে। রাসূলুল্লাহ (ﷺ) এটা শুনে বললেন, তুমি কি জান না যে, এক বনী ইসরাইল ব্যক্তির কি দশা হয়েছিল? তাদের শরীরে বা কাপড়ে প্রস্রাব লাগলে তারা শরীরের বা কাপড়ের সেই অংশ কাচি দ্বারা কেটে ফেলত। ঐ ব্যক্তি তাদেরকে ঐরূপ করা হতে নিষেধ করল; যার কারণে তার কবরে সাজা দেয়া হল। -আবু দাউদ, ইবনে মাজাহ। নাসায়ী তা হতে এবং আবু মুসা প্রমুখ হতে বর্ণনা করেছেন।
* ঘটনাস্থলে উপস্থিত কোনো কাফির বা মুনাফিক মুসলমানদেরকে হেয় করার উদ্দেশ্যে এ উক্তিটি করেছিল। তদানীন্তনকালে কাফের মুশরিকদের পুরুষেরা দাঁড়িয়ে এবং মহিলারা বসে প্রস্রাব করতো এবং মহিলারা সাধারণত আড়াল করে প্রস্রাব করতো।
* ঘটনাস্থলে উপস্থিত কোনো কাফির বা মুনাফিক মুসলমানদেরকে হেয় করার উদ্দেশ্যে এ উক্তিটি করেছিল। তদানীন্তনকালে কাফের মুশরিকদের পুরুষেরা দাঁড়িয়ে এবং মহিলারা বসে প্রস্রাব করতো এবং মহিলারা সাধারণত আড়াল করে প্রস্রাব করতো।
كتاب الطهارة
وَعَن عبد الرَّحْمَن بن حَسَنَةَ قَالَ: خَرَجَ عَلَيْنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَفِي يَده كَهَيئَةِ الدَّرَقَةُ فَوَضَعَهَا ثُمَّ جَلَسَ فَبَالَ إِلَيْهَا فَقَالَ بَعْضُهُمْ: انْظُرُوا إِلَيْهِ يَبُولُ كَمَا تَبُولُ الْمَرْأَةُ فَسَمعهُ فَقَالَ أَو مَا عَلِمْتَ مَا أَصَابَ صَاحِبَ بَنِي إِسْرَائِيلَ كَانُوا إِذا أَصَابَهُم شَيْء من الْبَوْلُ قَرَضُوهُ بِالْمَقَارِيضِ فَنَهَاهُمْ فَعُذِّبَ فِي قَبْرِهِ . رَوَاهُ أَبُو دَاوُدَ وَابْنُ مَاجَهْ