মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৪- পাক-পবিত্রতার অধ্যায়
হাদীস নং: ৩৬৮
- পাক-পবিত্রতার অধ্যায়
২. তৃতীয় অনুচ্ছেদ - পায়খানা-প্রস্রাবের আদব
৩৬৮। হযেরত আয়েশা (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, একবার রাসূলুল্লাহ (ﷺ) প্রস্রাব করলেন এবং হযরত ওমর (রাযিঃ) তাঁর পিছনে একটি পানির পাত্র নিয়ে দাঁড়ালেন। রাসূলুল্লাহ (ﷺ) বললেন, উমর! এটা কি? উমর (রাযিঃ) বললেন, আপনার অজুর জন্য পানি। তিনি বললেন, আমি প্রত্যেকবারই প্রস্রাব করার পর অজু করার জন্য আদিষ্ট হইনি। আমি সর্বদা এরূপ করলে তা অবশ্যই সুন্নত হয়ে যাবে। -আবু দাউদ, ইবনে মাজাহ
كتاب الطهارة
وَعَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ: بَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَامَ عُمَرُ خَلْفَهُ بِكُوزٍ مِنْ مَاءٍ فَقَالَ: مَا هَذَا يَا عمر؟ قَالَ: مَاءٌ تَتَوَضَّأُ بِهِ. قَالَ: مَا أُمِرْتُ كُلَّمَا بُلْتُ أَنْ أَتَوَضَّأَ وَلَوْ فَعَلْتُ لَكَانَتْ سُنَّةً «.» رَوَاهُ أَبُو دَاوُد وَابْن مَاجَه