মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৪- পাক-পবিত্রতার অধ্যায়
হাদীস নং: ৩৬৬
- পাক-পবিত্রতার অধ্যায়
২. তৃতীয় অনুচ্ছেদ - পায়খানা-প্রস্রাবের আদব
৩৬৬। হযরত যায়েদ ইবনে হারেছাহ (রাযিঃ) রাসূলুল্লাহ (ﷺ) হতে বর্ণনা করেছেন যে, প্রথম যখন রাসূলুল্লাহ (ﷺ)-এর প্রতি অহী অবতীর্ণ হচ্ছিল, তখন একবার জিবরাঈল তাঁর নিকট এসে তাঁকে অজু এবং নামায শিখিয়েছিলেন। যখন তিনি (হুযুরে পাক সা) অজু শেষ করলেন, তখন এক কোষ পানি নিয়ে তা স্বীয় গুপ্তাঙ্গের উপর ছিটিয়ে দিলেন। —আহমদ, দারা কুতনী
كتاب الطهارة
وَعَن زيد بن حَارِثَة عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَنَّ جِبْرِيلَ أَتَاهُ فِي أَوَّلِ مَا أُوحِيَ إِلَيْهِ فَعَلَّمَهُ الْوُضُوءَ وَالصَّلَاةَ فَلَمَّا فَرَغَ مِنَ الْوُضُوءِ أَخَذَ غُرْفَةً مِنَ الْمَاءِ فَنَضَحَ بِهَا فَرْجَهُ» . رَوَاهُ أَحْمد وَالدَّارَقُطْنِيّ