মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৪- পাক-পবিত্রতার অধ্যায়

হাদীস নং: ৩৫৭
২. দ্বিতীয় অনুচ্ছেদ - পায়খানা-প্রস্রাবের আদব
৩৫৭। হযরত যায়েদ ইবনে আরকাম (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) ইরশাদ করেছেন, পায়খানার স্থানসমূহই হল (জিন শয়তানদের) ঘাঁটি; সুতরাং তোমাদের কেউ যখন পায়খানায় যাবে তখন সে যেন পাঠ করে, "أَعُوذُ بِاللَّهِ مِنَ الْخُبْثِ والخبائث " অর্থ হে আল্লাহ্! আমি তোমার নিকট পুরুষ ও নারী শয়তান হতে আশ্রয় চাচ্ছি। -আবু দাউদ, ইবনে মাজাহ
وَعَنْ زَيْدِ بْنِ أَرْقَمَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: إِنَّ هَذِهِ الْحُشُوشَ مُحْتَضَرَةٌ فَإِذَا أَتَى أَحَدُكُمُ الْخَلَاءَ فَلْيَقُلْ: أَعُوذُ بِاللَّهِ مِنَ الْخُبْثِ والخبائث . رَوَاهُ أَبُو دَاوُد وَابْن مَاجَه
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৩৫৭ | মুসলিম বাংলা