মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৪- পাক-পবিত্রতার অধ্যায়

হাদীস নং: ৩৪৪
২. দ্বিতীয় অনুচ্ছেদ - পায়খানা-প্রস্রাবের আদব
৩৪৪। হযরত জাবের (রাযিঃ) হতে বর্ণিত । তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) তখন মাঠে পায়খানায় যেতে মনস্থ করতেন তখন তিনি এত বেশী দূর গিয়ে পৌঁছতেন যে কেউই তাঁকে দেখতে পেত না।
وَعَنْ جَابِرٍ قَالَ: كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا أَرَادَ الْبَرَازَ انْطَلَقَ حَتَّى لَا يرَاهُ أحد. رَوَاهُ أَبُو دَاوُد

হাদীসের ব্যাখ্যা:

এ হাদীস থেকে প্রমাণিত হয় যে, ইসিত্মঞ্জা আড়ালে করতে হবে। অনুরূপ হাদীস হযরত ইবনে মাসউদ রা. থেকেও হাসান সনদে বর্ণিত হয়েছে। (মু’জামে তবারানী আওছাত-৯১৮৯) এ ছাড়াও আবু দাউদ শরীফ-২২ নং হাদীসে সহীহ সনদে বর্ণিত আছে যে, রসূলুলস্নাহ স. একটি ঢাল দ্বারা আড়াল করে পেশাব করেছেন।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৩৪৪ | মুসলিম বাংলা