মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৪- পাক-পবিত্রতার অধ্যায়

হাদীস নং: ৩৩৮
২. প্রথম অনুচ্ছেদ - পায়খানা-প্রস্রাবের আদব
৩৩৮। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, একদা রাসূলুল্লাহ (ﷺ) দু'টি কবরের নিকট দিয়ে যাওয়ার সময়ে বললেন, এই কবর দুটির অধিবাসীদ্বয়কে শাস্তি দেয়া হচ্ছে; কিন্তু কোন গুরুতর পাপ কাজের কারণে নয়। এদের একজন প্রস্রাব করার কালে আড়াল করত না। মুসলিমের বর্ণনান্তরে রয়েছে যে, উত্তমরূপে পবিত্রতা লাভ করত না। আর দ্বিতীয়জন চোগলখুরী করে বেড়াত। তখন রাসূলুল্লাহ (ﷺ) একটি কাঁচা খেজুর শাখা নিয়ে তা দুইখণ্ড করতঃ একেকটি খণ্ড একেকটি কবরের উপর গেড়ে দিলেন। সাহাবীগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ! আপনি এরূপ কেন করলেন? তিনি বললেন, শাখা দু'টি যতদিন না শুকাবে ততদিন পর্যন্ত হয়তো বা তাদের আযাব হাল্কা করা হবে। -বুখারী, মুসলিম
بَابُ اَدَابِ الْخَلَاءِ
وَعَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ مَرَّ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِقَبْرَيْنِ فَقَالَ إِنَّهُمَا لَيُعَذَّبَانِ وَمَا يُعَذَّبَانِ فِي كَبِيرٍ أَمَّا أَحدهمَا فَكَانَ لَا يَسْتَتِرُ مِنَ الْبَوْلِ - وَفِي رِوَايَةٍ لمُسلم: لَا يستنزه مِنَ الْبَوْلِ - وَأَمَّا الْآخَرُ فَكَانَ يَمْشِي بِالنَّمِيمَةِ ثمَّ أَخذ جَرِيدَة رطبَة فَشَقهَا نِصْفَيْنِ ثُمَّ غَرَزَ فِي كُلِّ قَبْرٍ وَاحِدَةً قَالُوا يَا رَسُول الله لم صنعت هَذَا قَالَ لَعَلَّه يُخَفف عَنْهُمَا مَا لم ييبسا
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৩৩৮ | মুসলিম বাংলা