মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৪- পাক-পবিত্রতার অধ্যায়

হাদীস নং: ৩৩৫
২. প্রথম অনুচ্ছেদ - পায়খানা-প্রস্রাবের আদব
৩৩৫। হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রাযিঃ) বলেন, আমি একবার কোন প্রয়োজনে হাফসা (রাযিঃ)-এর গৃহের ছাদে উঠেছিলাম। তখন দেখলাম, রাসূলুল্লাহ (ﷺ) কিবলাকে পিছনে রেখে সিরিয়ার দিকে ফিরে তাঁর (প্রাকৃতিক) প্রয়োজন পূরণ করছেন। —বুখারী, মুসলিম
بَابُ اَدَابِ الْخَلَاءِ
عَن عبد الله بن عمر قَالَ: ارْتَقَيْتُ فَوْقَ بَيْتِ حَفْصَةَ لِبَعْضِ حَاجَتِي فَرَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يقْضِي حَاجته مستدبر الْقبْلَة مُسْتَقْبل الشَّام
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৩৩৫ | মুসলিম বাংলা