মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৪- পাক-পবিত্রতার অধ্যায়

হাদীস নং: ৩২৭
১. তৃতীয় অনুচ্ছেদ - যে কারণে উযূ করা ওয়াজিব হয়
৩২৭। হযরত আবু রাফে' (রাযিঃ) বলেন, একদা তাকে বকরী হাদিয়া দেওয়া হল। তিনি তা (পাক করে) ডেকচিতে রাখলেন। এমন সময় রাসূলুল্লাহ (ﷺ) এসে বললেন, ডেকচিতে আবু রাফে' এগুলো কি? তিনি বললেন, একটি বকরী আমাদেরকে হাদিয়া দেয়া হয়েছে ইয়া রাসূলাল্লাহ! রাসূলুল্লাহ (ﷺ) বললেন, আমাকে তার একটি বাহু দাও হে আবু রাফে। তখন আমি তাঁকে একটি বাহু দিলাম। এর পর তিনি আবার বললেন, আমাকে আর একটি বাহু দাও। তখন আমি তাঁকে আর একটি বাহু দিলাম। এর পর তিনি পুনরায় বললেন, আমাকে আরও একটি বাহু দাও! তখন আবু রাফে বললেন, ইয়া রাসূলাল্লাহ! একটি বকরীর বাহুতো মাত্র দুটিই হয়। রাসূলে পাক (ﷺ) বললেন, আহা। তুমি যদি চুপ থাকতে তাহলে আমাকে একটার পর একটা বাহু দিতে পারতে যখন পর্যন্ত তুমি চুপ থাকতে। এর পর রাসূলুল্লাহ (ﷺ) পানি চেয়ে কুলি করলেন এবং তার অঙ্গুলিসমূহের মাথা ধুয়ে ফেললেন। এর পর নামাযের জন্য দাঁড়িয়ে নামায আদায় করলেন। (অথচ অজু করলেন না) এর পর তিনি তাদের নিকট পুনরায় ফিরে এলেন। (তখন) তিনি তাদের কাছে ঠাণ্ডা গোশত পেলেন। তিনি তা ভক্ষণ করলেন। তারপর মসজিদে প্রবেশ করে নামায পড়লেন কিন্তু পানি স্পর্শ করলেন না। -আহমদ, দারেমী
وَعَنْهُ قَالَ: أُهْدِيَتْ لَهُ شَاةٌ فَجَعَلَهَا فِي الْقِدْرِ فَدَخَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ مَا هَذَا يَا أَبَا رَافِعٍ فَقَالَ شَاةٌ أُهْدِيَتْ لَنَا يَا رَسُولَ اللَّهِ فَطَبَخْتُهَا فِي الْقِدْرِ قَالَ نَاوِلْنِي الذِّرَاعَ يَا أَبَا رَافِعٍ فَنَاوَلْتُهُ الذِّرَاعَ ثُمَّ قَالَ نَاوِلْنِي الذِّرَاعَ الْآخَرَ فَنَاوَلْتُهُ الذِّرَاعَ الْآخَرَ ثُمَّ قَالَ ناولني الذِّرَاع الآخر فَقَالَ يَا رَسُولَ اللَّهِ إِنَّمَا لِلشَّاةِ ذِرَاعَانِ فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَمَا إِنَّكَ لَوْ سَكَتَّ لَنَاوَلْتَنِي ذِرَاعًا فَذِرَاعًا مَا سَكَتُّ ثُمَّ دَعَا بِمَاءٍ فَتَمَضْمَضَ فَاهُ وَغَسَلَ أَطْرَافَ أَصَابِعِهِ ثُمَّ قَامَ فَصَلَّى ثُمَّ عَادَ إِلَيْهِمْ فَوَجَدَ عِنْدَهُمْ لَحْمًا بَارِدًا فَأَكَلَ ثُمَّ دَخَلَ الْمَسْجِدَ فَصَلَّى وَلَمْ يَمَسَّ مَاءً. رَوَاهُ أَحْمد
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৩২৭ | মুসলিম বাংলা