মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৪- পাক-পবিত্রতার অধ্যায়
হাদীস নং: ২৯৭
- পাক-পবিত্রতার অধ্যায়
তৃতীয় অনুচ্ছেদ
২৯৭। হযরত আব্দুল্লাহ ছুনাবেহী (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) ইরশাদ করেছেন, কোন মু'মিন বান্দা অজু করার সময়ে কুলি করলে তার মুখ হতে গুনাহসমূহ বের হয়ে যায়। নাক ঝাড়লে তার নাক হতে গুনাহসমূহ বের হয়ে যায়। অতঃপর মুখমণ্ডল ধৌত করলে মুখমণ্ডল হতে গুনাহসমূহ বের হয়ে যায়। এমনকি তার দুই চক্ষুর পাতার নীচ হতেও গুনাহ বের হয়ে যায়। তারপর যখন সে তার দুই হাত ধৌত করে তখন তার দুইহাত হতে গুনাহসমূহ বের হয়ে যায়। এমনকি তার দুই হাতের নখসমূহের নীচ হতেও গুনাহসমূহ বের হয়ে যায়। তারপর যখন সে তার মস্তক মাসেহ করে তখন তার মস্তক হতে গুনাহসমূহ বের হয়ে যায়। এমনকি তার দুই কান হতেও তা বের হয়ে যায়। অবশেষে যখন সে তার দুই পা ধৌত করে তখন তার দুই পা হতে গুনাহসমূহ বের হয়ে যায়। এমনকি তার দুই পায়ের নখসমূহের নীচ হতেও গুনাহ বের হয়ে যায়। অতঃপর তার মসজিদে গমন এবং নামায (আদায়) হয় তার জন্য অতিরিক্ত (ছওয়াবের কারণ)। -মালেক, নাসায়ী
كتاب الطهارة
اَلْفَصْلُ الثَّالِثُ
عَن عبد الله الصنَابحِي قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسلم قَالَ: «إِذَا تَوَضَّأَ الْعَبْدُ الْمُؤْمِنُ فَمَضْمَضَ خَرَجَتِ الْخَطَايَا مِنْ فِيهِ وَإِذَا اسْتَنْثَرَ خَرَجَتِ الْخَطَايَا مِنْ أَنفه فَإِذَا غَسَلَ وَجْهَهُ خَرَجَتِ الْخَطَايَا مِنْ وَجْهِهِ حَتَّى تَخْرُجَ مِنْ تَحْتِ أَشْفَارِ عَيْنَيْهِ فَإِذَا غسل يَدَيْهِ خرجت الْخَطَايَا مِنْ تَحْتِ أَظْفَارِ يَدَيْهِ فَإِذَا مَسَحَ بِرَأْسِهِ خَرَجَتِ الْخَطَايَا مِنْ رَأْسِهِ حَتَّى تَخْرُجَ مِنْ أُذُنَيْهِ فَإِذَا غَسَلَ رِجْلَيْهِ خَرَجَتِ الْخَطَايَا مِنْ رِجْلَيْهِ حَتَّى تَخْرُجَ مِنْ تَحْتِ أَظْفَارِ رِجْلَيْهِ ثُمَّ كَانَ مَشْيُهُ إِلَى الْمَسْجِدِ وَصَلَاتُهُ نَافِلَةً لَهُ» . رَوَاهُ مَالك وَالنَّسَائِيّ