মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৩- ইলমের অধ্যায়
হাদীস নং: ২৭৯
- ইলমের অধ্যায়
তৃতীয় অনুচ্ছেদ
২৭৯। হযরত ইবনে মাসউদ (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, একদা রাসূলুল্লাহ্ (ﷺ) আমাকে বললেন, তোমরা ইলম শিখ এবং তা মানুষকে শিখাতে থাক। তোমরা ফরায়েজ শিক্ষা কর এবং মানুষকে তা শিক্ষা দিতে থাক। তোমরা কুরআন শিখ এবং মানুষকে তা শিক্ষা দাও। কেননা আমি এরূপ এক ব্যক্তি, যাকে তুলে নেয়া হবে এবং ইলমকে শীঘ্রই তুলে নেয়া হবে এবং ফেতনা ও দুর্যোগ দেখা দিবে। এমনকি ফরজ নিয়ে দুই ব্যক্তি পরস্পরে মতবিরোধ করবে। অথচ এমন কোন লোক তারা পাবে না, যে তাদের মধ্যে আপোষ মীসাংসা করে দিবে। —দারেমী, দারা কুতনী
كتاب العلم
اَلْفَصْلُ الثَّالِثُ
وَعَنِ ابْنِ مَسْعُودٍ قَالَ: قَالَ لِي رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «تَعَلَّمُوا الْعِلْمَ وَعَلِّمُوهُ النَّاسَ تَعَلَّمُوا الْفَرَائِضَ وَعَلِّمُوهَا النَّاسَ تَعَلَّمُوا الْقُرْآنَ وَعَلِّمُوهُ النَّاسَ فَإِنِّي امْرُؤٌ مَقْبُوضٌ وَالْعِلْمُ سَيُقْبَضُ وَتَظْهَرُ الْفِتَنُ حَتَّى يَخْتَلِفَ اثْنَانِ فِي فَرِيضَةٍ لَا يَجِدَانِ أَحَدًا يَفْصِلُ بَيْنَهُمَا» . رَوَاهُ الدَّارِمِيُّ وَالدَّارَقُطْنِيّ