মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৩- ইলমের অধ্যায়
হাদীস নং: ২৬৪
- ইলমের অধ্যায়
তৃতীয় অনুচ্ছেদ
২৬৪। বায়হাক্বী এ হাদীসকে শু’আবুল ঈমানে ইবনু উমার (রাঃ) থেকে তার বক্তব্য হিসেবে শেষ পর্যন্ত বর্ণনা করেছেন।
كتاب العلم
اَلْفَصْلُ الثَّالِثُ
وَرَوَاهُ الْبَيْهَقِيُّ فِي شُعَبِ الْإِيمَانِ عَنِ ابْنِ عُمَرَ مِنْ قَوْلِهِ: «مَنْ جَعَلَ الْهُمُومَ» إِلَى آخِره