আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৭- নামাযের অধ্যায়
হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৩৫৯
২৪৬। কেউ এক কাপড়ে নামায আদায় করলে সে যেন উভয় কাঁধের উপর (কিছু অংশ) রাখে
৩৫২। আবু আসিম (রাহঃ) ..... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমাদের কেউ এক কাপড় পরে এমনভাবে যেন নামায আদায় না করে যে, তার উভয় কাঁধে এর কোন অংশ নেই।
