মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৩- ইলমের অধ্যায়

হাদীস নং: ২৩৩
- ইলমের অধ্যায়
দ্বিতীয় অনুচ্ছেদ
২৩৩। ইবনু মাজাহ্ এ হাদীসকে ইবনু মাস্’উদ (রাঃ) হতে বর্ণনা করেছেন এবং প্রথম অংশ ’আমার পক্ষ হতে হাদীস বর্ণনার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবে’ অংশটুকু বর্ণনা করেননি।
كتاب العلم
اَلْفَصْلُ الثَّانِيْ
وَرَوَاهُ ابْنُ مَاجَهْ عَنِ ابْنِ مَسْعُودٍ وَجَابِرٍ وَلَمْ يَذْكُرِ: «اتَّقُوا الْحَدِيثَ عَنِّي إِلَّا مَا علمْتُم»
tahqiqতাহকীক:তাহকীক চলমান