মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৩- ইলমের অধ্যায়

হাদীস নং: ২১২
দ্বিতীয় অনুচ্ছেদ
২১২। হযরত কাছীর ইবনে কায়েস (রহ) হতে বর্ণিত। তিনি বলেছেন, আমি দামেশকের মসজিদে একদা হযরত আবু দারদা (রাযিঃ)-এর সাথে উপবিষ্ট ছিলাম। এমন সময় তার নিকট এক ব্যক্তি এসে বলল, হে আবু দারদা! আমি সুদূর মদীনা হতে আপনার নিকট মাত্র একটি হাদীসের উদ্দেশ্যে আগমন করেছি। তা ছাড়া অন্য কোন প্রয়োজনে আসিনি। শুনলাম, আপনি নাকি সেই হাদীসটি রাসূলুল্লাহ (ﷺ) হতে রেওয়ায়াত করে থাকেন? হযরত আবু দারদা (রাযিঃ) বললেন, হ্যাঁ আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি, যে ব্যক্তি ইলম শিক্ষা করার জন্য কোন পথ চলে, আল্লাহ্ পাক তাদ্বারা তাকে বেহেশতের যে কোন একটি পথে পৌঁছে দেন এবং ফিরিশতাগণ সে তালেবে ইলমের সন্তুষ্টির জন্য নিজেদের ডানা বিছিয়ে দেন। এছাড়া আলিমদের জন্য সকল আসমান ও যমিনের অধিবাসীগণ আল্লাহর নিকট দোয়া ও ক্ষমা প্রার্থনা করেন। এমনকি পানির মধ্যে বসবাসকারী মৎস্যসমূহও। আলিমদের মাহাত্ম্য ও ফজীলত ইলমহীন আবেদগণের উপর, যেমন পূর্ণিমা রাতের পূর্ণচন্দ্রের মর্তবা যাবতীয় নক্ষত্রের উপর। আলিমগণ হলেন, নবী রাসূলগণের ওয়ারিস। আর নবী রাসূলগণ কোন দীনার বা দেরহাম মীরাছ রেখে যান না। তারা মীরাছস্বরূপ রেখে যান শুধু ইলম; সুতরাং যে ব্যক্তি ইলম গ্রহণ করেছে, সে পূর্ণ অংশই গ্রহণ করেছে। -আহমদ, আবু দাউদ, ইবনে মাজাহ, দারেমী
اَلْفَصْلُ الثَّانِيْ
عَن كثير بن قيس قَالَ كُنْتُ جَالِسًا مَعَ أَبِي الدَّرْدَاءِ فِي مَسْجِد دمشق فَجَاءَهُ رَجُلٌ فَقَالَ يَا أَبَا الدَّرْدَاءِ إِنِّي جِئْتُكَ مِنْ مَدِينَةِ الرَّسُولِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا جِئْتُ لِحَاجَةٍ قَالَ فَإِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ مَنْ سَلَكَ طَرِيقًا يَطْلُبُ فِيهِ عِلْمًا سَلَكَ اللَّهُ بِهِ طَرِيقًا مِنْ طُرُقِ الْجَنَّةِ وَإِنَّ الْمَلَائِكَةَ لَتَضَعُ أَجْنِحَتَهَا رِضًا لِطَالِبِ الْعِلْمِ وَإِنَّ الْعَالِمَ يسْتَغْفر لَهُ من فِي السَّمَوَات وَمَنْ فِي الْأَرْضِ وَالْحِيتَانُ فِي جَوْفِ الْمَاءِ وَإِنَّ فَضْلَ الْعَالِمِ عَلَى الْعَابِدِ كَفَضْلِ الْقَمَرِ لَيْلَةَ الْبَدْرِ عَلَى سَائِرِ الْكَوَاكِبِ وَإِنَّ الْعُلَمَاءَ وَرَثَةُ الْأَنْبِيَاءِ وَإِنَّ الْأَنْبِيَاءَ لَمْ يُوَرِّثُوا دِينَارًا وَلَا دِرْهَمًا وَإِنَّمَا وَرَّثُوا الْعِلْمَ فَمَنْ أَخَذَهُ أَخَذَ بِحَظٍّ وَافِرٍ . رَوَاهُ أَحْمَدُ وَالتِّرْمِذِيُّ وَأَبُو دَاوُدَ وَابْنُ مَاجَهْ وَالدَّارِمِيُّ وَسَمَّاهُ التِّرْمِذِيُّ قَيْسَ بن كثير
tahqiqতাহকীক:তাহকীক চলমান