মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২- ঈমানের অধ্যায়
হাদীস নং: ১৬৮
৫. দ্বিতীয় অনুচ্ছেদ - কিতাব ও সুন্নাহকে সুদৃঢ়ভাবে আঁকড়ে ধরা
১৬৮। হযরত বিলাল ইবনে হারেছ মুযানী (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার সুন্নতসমূহের এমন কোন সুন্নতকে যিন্দা করবে, যা আমার পর বর্জিত হয়েছিল। তার জন্য সেই সকল লোকের ছওয়াবের পরিমাণ ছওয়াব রয়েছে, যারা এর উপর আমল করবে অথচ এটা তাদের ছওয়াবের কোন অংশ কমাবে না। পক্ষান্তরে যে ব্যক্তি কোন বেদআত সৃষ্টি করেছে, যাতে আল্লাহ্ ও তাঁর রাসূল (ﷺ) খুশী নন। তার জন্য সেই সকল লোকের গুনাহর পরিমাণ গুনাহ রয়েছে। যারা তার উপর আমল করবে, অথচ এটা তাদের গুনাহর কোন অংশ কমাবে না। -তিরমিযী, ইবনে মাজাহ
باب الاعتصام بالكتاب والسنة - الفصل الثاني
وَعَنْ بِلَالِ بْنِ الْحَارِثِ الْمُزَنِيِّ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسلم: «من أَحْيَا سُنَّةً مِنْ سُنَّتِي قَدْ أُمِيتَتْ بَعْدِي فَإِنَّ لَهُ مِنَ الْأَجْرِ مِثْلَ أُجُورِ مَنْ عَمِلَ بِهَا مِنْ غَيْرِ أَنْ يَنْقُصَ مِنْ أُجُورِهِمْ شَيْئًا وَمَنِ ابْتَدَعَ بِدْعَةً ضَلَالَةً لَا يَرْضَاهَا اللَّهُ وَرَسُولُهُ كَانَ عَلَيْهِ مِنَ الْإِثْمِ مِثْلُ آثَامِ مَنْ عَمِلَ بِهَا لَا يَنْقُصُ من أوزارهم شَيْئا» . رَوَاهُ التِّرْمِذِيّ
