মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২- ঈমানের অধ্যায়

হাদীস নং: ১৪৪
৫. প্রথম অনুচ্ছেদ - কিতাব ও সুন্নাহকে সুদৃঢ়ভাবে আঁকড়ে ধরা
১৪৪। হযরত জাবের (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, একদিন কিছুসংখ্যক ফিরিশতা রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট আগমন করলেন। তিনি তখন নিদ্রামগ্ন ছিলেন। ফিরিশতাগণ পরস্পরে বললেন, তোমাদের এই বন্ধুর একটি উদাহরণ রয়েছে। সুতরাং তোমরা তার একটি উদাহরণ দাও। তাদের কেউ কেউ বললেন, তিনি যে নিদ্রামগ্ন। আর কেউ কেউ বললেন, তাঁর চক্ষু নিদ্রামগ্ন হলেও তাঁর অন্তর (সদা) জাগ্রত। অতঃপর তাঁরা বললেন, তাঁর উদাহরণ হল, এক ব্যক্তি একটি গৃহ নির্মাণ করেছে এবং সে তাতে খাবারের দস্তরখান রেখে (লোকদেরকে দাওয়াত দেওয়ার জন্য) একজন দাওয়াতকারী প্রেরণ করল। তখন যে ব্যক্তি দাওয়াতকারীর পাওয়াতে সাড়া দিল, সে সেই গৃহে প্রবেশ করতে পারল এবং দস্তরখান থেকে আহারও করতে পারল। আর যে ব্যক্তি দাওয়াত কবুল করল না, সে ঐ গৃহে প্রবেশ করতে পারল না এবং দত্তরখান থেকে খানাও খৈতে পারল না। অতঃপর তারা পরস্পরে বললেন, তাঁকে এই উদাহরণের মর্ম বলে দাও। যেন তিনি তা বুঝতে পারেন। এবারও কেউ কেউ বললেন, তিনি যে নিদ্রামগ্ন। আর কেউ বললেন, তাঁর চক্ষু নিদ্রামগ্ন হলেও তাঁর অন্তর জাগ্রত। তখন ফিরিশতাগণ বললেন, সেই ঘরটি হল বেহেশত। আর দাওয়াতকারী হলেন, মুহাম্মাদ। সুতরাং যে ব্যক্তি মুহাম্মাদের আনুগত্য করল, সে আল্লাহরই বশ্যতা আনুগত্য করল। আর যে মুহাম্মাদের অবাধ্য হল, সে আল্লাহরই অবাধ্য হল। এক কথায় মুহাম্মাদ (ﷺ) হলেন মানুষের মধ্যে পার্থক্য নির্ণয়কারী মানদণ্ড। -বুখারী
بَابُ الْإِعْتِصَامِ بِالْكِتَابِ وَالسُّنَّةِ
عَن جَابر بن عبد الله يَقُول جَاءَتْ مَلَائِكَةٌ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ نَائِم فَقَالَ بَعْضُهُمْ إِنَّهُ نَائِمٌ وَقَالَ بَعْضُهُمْ إِنَّ الْعَيْنَ نَائِمَة وَالْقلب يقظان فَقَالُوا إِنَّ لِصَاحِبِكُمْ هَذَا مَثَلًا فَاضْرِبُوا لَهُ مثلا فَقَالَ بَعْضُهُمْ إِنَّهُ نَائِمٌ وَقَالَ بَعْضُهُمْ إِنَّ الْعَيْنَ نَائِمَةٌ وَالْقَلْبَ يَقْظَانُ فَقَالُوا مَثَلُهُ كَمَثَلِ رَجُلٍ بَنَى دَارًا وَجَعَلَ فِيهَا مَأْدُبَةً وَبَعَثَ دَاعِيًا فَمَنْ أَجَابَ الدَّاعِيَ دَخَلَ الدَّارَ وَأَكَلَ مِنَ الْمَأْدُبَةِ وَمَنْ لَمْ يُجِبِ الدَّاعِيَ لَمْ يَدْخُلِ الدَّارَ وَلَمْ يَأْكُلْ مِنَ الْمَأْدُبَةِ فَقَالُوا أَوِّلُوهَا لَهُ يفقهها فَقَالَ بَعْضُهُمْ إِنَّهُ نَائِمٌ وَقَالَ بَعْضُهُمْ إِنَّ الْعَيْنَ نَائِمَة وَالْقلب يقظان فَقَالُوا فالدار الْجنَّة والداعي مُحَمَّد صلى الله عَلَيْهِ وَسلم فَمن أطَاع مُحَمَّدًا صلى الله عَلَيْهِ وَسلم فقد أطَاع الله وَمن عصى مُحَمَّدًا صلى الله عَلَيْهِ وَسلم فقد عصى الله وَمُحَمّد صلى الله عَلَيْهِ وَسلم فرق بَين النَّاس. رَوَاهُ البُخَارِيّ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ১৪৪ | মুসলিম বাংলা