মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২- ঈমানের অধ্যায়
হাদীস নং: ১২৮
৪. প্রথম অনুচ্ছেদ - কবরের আযাব
১২৮। হযরত আয়েশা (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, একদা এক ইয়াহুদী মহিলা তার নিকট এসে কবর আযাব প্রসঙ্গ উত্থাপন করে বলল, হে আয়েশা! আল্লাহ পাক তোমাকে কবর আযাব হতে নিস্তার দিন। এরপর হযরত আয়েশা (রাযিঃ) রাসূলুল্লাহ (ﷺ)-কে কবর আযাব সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি বললেন, হ্যাঁ, কবর আযাব সত্য। হযরত আয়েশা (রাযিঃ) বলেন, এর পর আমি কখনও এইরূপ দেখি নাই যে, রাসূলুল্লাহ (ﷺ) কোন নামায পড়ছেন অথচ কবর আযাব হতে আল্লাহর দরবারে আশ্রয় প্রার্থনা করছেন না। -বুখারী, মুসলিম
بَابُ اِثْبَاتِ عَذَابِ الْقَبْرِ
وَعَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا أَنَّ يَهُودِيَّةً دَخَلَتْ عَلَيْهَا فَذَكَرَتْ عَذَابَ الْقَبْرِ فَقَالَتْ لَهَا أَعَاذَكِ اللَّهُ مِنْ عَذَابِ الْقَبْرِ فَسَأَلَتْ عَائِشَةُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ عَذَابِ الْقَبْرِ فَقَالَ: «نَعَمْ عَذَابُ الْقَبْر قَالَت عَائِشَة رَضِي الله عَنْهَا فَمَا رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بعد صلى صَلَاة إِلَّا تعوذ من عَذَاب الْقَبْر»
