মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২- ঈমানের অধ্যায়
হাদীস নং: ১২৪
৩. তৃতীয় ‘অনুচ্ছেদ - তাকদীরের প্রতি ঈমান
১২৪। উম্মুল মু'মিনীন হযরত উম্মে সালামা (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, একদিন তিনি বললেন, ইয়া রাসূলাল্লাহ! আপনি যে বিষ মিশানো বকরীর গোশত ভক্ষণ করেছিলেন, দেখা যায় প্রতি বছরই আপনার মধ্যে তার ব্যথা হয়। রাসূলে পাক (ﷺ) বললেন, হযরত আদম (আ) মাটি অবস্থায় থাকতেই আমার জন্য যা লিখিত ছিল তা ছাড়া আমার আর কিছুই হয় না। -ইবনে মাজাহ
باب الإيمان بالقدر - الفصل الثالث
وَعَن أم سَلمَة يَا رَسُول الله لَا يزَال يصيبك كُلِّ عَامٍ وَجَعٌ مِنَ الشَّاةِ الْمَسْمُومَةِ الَّتِي أَكَلْتَ قَالَ: «مَا أَصَابَنِي شَيْءٌ مِنْهَا إِلَّا وَهُوَ مَكْتُوبٌ عَلَيَّ وَآدَمُ فِي طِينَتِهِ» . رَوَاهُ ابْنُ مَاجَهْ
