মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২- ঈমানের অধ্যায়

হাদীস নং: ১০৪
৩. দ্বিতীয় ‘অনুচ্ছেদ - তাকদীরের প্রতি ঈমান
১০৪। হযরত আলী (রাযিঃ) বলেন, রাসূলুল্লাহ (ﷺ) ইরশাদ করেন, কোন বান্দা মু'মিন হতে পারবে না যতক্ষণ না চারটি বিষয় বিশ্বাস করবে, ১। সাক্ষ্য দিবে আল্লাহ ছাড়া কোন মা'বুদ নেই এবং আমি আল্লাহর রাসূল, আমাকে আল্লাহ সত্য বিধান সহকারে পাঠিয়েছেন, ২। মৃত্যুকে বিশ্বাস করবে, ৩। মৃত্যুর পর পুনরুত্থানে বিশ্বাস করবে এবং ৪। তাকদীরে বিশ্বাস রাখবে। (তিরমিযী, ইবনে মাজা)
باب الإيمان بالقدر - الفصل الثاني
وَعَنْ عَلِيٍّ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: لَا يُؤْمِنُ عَبْدٌ حَتَّى يُؤْمِنَ بِأَرْبَعٍ: يَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَأَنِّي رَسُولُ اللَّهِ بَعَثَنِي بِالْحَقِّ وَيُؤْمِنُ بِالْمَوْتِ وَالْبَعْثِ بَعْدَ الْمَوْتِ وَيُؤْمِنُ بِالْقَدَرِ . رَوَاهُ التِّرْمِذِيُّ وَابْن مَاجَه
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ১০৪ | মুসলিম বাংলা