মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২- ঈমানের অধ্যায়
হাদীস নং: ৮১
৩. প্রথম অনুচ্ছেদ - তাকদীরের প্রতি ঈমান
৮১। হযরত আবু হুরায়রাহ (রাযিঃ) বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বললেন, হযরত আদম ও মুসা (আ) পরস্পর আল্লাহ্ পাকের নিকট বিতর্কে অবতীর্ণ হন এবং তর্কে আদম (আ) মুসা (আ)-এর উপর বিজয়ী হন। হযরত মুসা (আ) বললেন, আপনি সে আদম, যাকে আল্লাহ্ পাক স্বীয় কুদরতের হাতে সৃষ্টি করেছেন এবং আপনার মধ্যে নিজ রূহ ফুঁকেছেন, তাঁর ফিরিশতা দ্বারা আপনাকে সেজদা করিয়েছেন, তাঁর জান্নাতে আপনাকে বসবাস করিয়েছেন, অতঃপর আপনি আপনার ভুলের দরুন সব মানব সন্তানকে জমিনে নামিয়ে এনেছেন। উত্তরে হযরত আদম (আ) বললেন, তুমি তো সে মুসা, যে আল্লাহ্ পাক তোমাকে রেসালাত ও কালাম দিয়ে মনোনীত করেছেন, লিখিত ফলক দান করেছেন, যাতে রয়েছে সব বিষয়ের বিশদ বর্ণনা, গোপন আলাপ দ্বারা তোমাকে নৈকট্য দান করেছেন। বল দেখি, আল্লাহ্ পাক আমার সৃষ্টির কত পূর্বে তওরাত কিতাব লিখেছেন। মুসা (আ) বললেন, চল্লিশ বছর। আদম (আ) বললেন, তুমি তন্মধ্যে কি লিখিত পেয়েছ,
وعلى ادم ربه فغوی
“আদম (আ) তাঁর প্রভুর নিকট অপরাধ করল এবং পথভ্রষ্ট হল।” বললেন, হ্যাঁ। তখন আদম (আ) বললেন, তাহলে তুমি কিরূপে আমাকে এমন কাজের উপর দোষারোপ করতে পার যা আমার সৃষ্টির ৪০ বৎসর পূর্বে লেখা হয়েছে? তারপর রাসূলুল্লাহ (ﷺ) বলেন, অতঃপর বিতর্কে হযরত আদম (আ) হযরত মুসা (আ)-এর উপর জয় লাভ করেন। (মুসলিম)
وعلى ادم ربه فغوی
“আদম (আ) তাঁর প্রভুর নিকট অপরাধ করল এবং পথভ্রষ্ট হল।” বললেন, হ্যাঁ। তখন আদম (আ) বললেন, তাহলে তুমি কিরূপে আমাকে এমন কাজের উপর দোষারোপ করতে পার যা আমার সৃষ্টির ৪০ বৎসর পূর্বে লেখা হয়েছে? তারপর রাসূলুল্লাহ (ﷺ) বলেন, অতঃপর বিতর্কে হযরত আদম (আ) হযরত মুসা (আ)-এর উপর জয় লাভ করেন। (মুসলিম)
بَابُ الْإِيْمَانِ بِالْقَدْرِ
عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «احْتَجَّ آدَمُ وَمُوسَى عَلَيْهِمَا السَّلَام عِنْدَ رَبِّهِمَا فَحَجَّ آدَمُ مُوسَى قَالَ مُوسَى أَنْتَ آدَمُ الَّذِي خَلَقَكَ اللَّهُ بِيَدِهِ وَنَفَخَ فِيكَ مِنْ رُوحِهِ وَأَسْجَدَ لَكَ مَلَائِكَتَهُ وَأَسْكَنَكَ فِي جَنَّتِهِ ثُمَّ أَهَبَطْتَ النَّاسَ بِخَطِيئَتِكَ إِلَى الأَرْض فَقَالَ آدَمُ أَنْتَ مُوسَى الَّذِي اصْطَفَاكَ اللَّهُ بِرِسَالَتِهِ وَبِكَلَامِهِ وَأَعْطَاكَ الْأَلْوَاحَ فِيهَا تِبْيَانُ كُلِّ شَيْءٍ وَقَرَّبَكَ نَجِيًّا فَبِكَمْ وَجَدَتِ اللَّهِ كَتَبَ التَّوْرَاةَ قَبْلَ أَنْ أُخْلَقَ قَالَ مُوسَى بِأَرْبَعِينَ عَامًا قَالَ آدَمُ فَهَلْ وَجَدْتَ فِيهَا (وَعَصَى آدَمُ ربه فغوى)
قَالَ نَعَمْ قَالَ أَفَتَلُومُنِي عَلَى أَنْ عَمِلْتُ عَمَلًا كَتَبَهُ اللَّهُ عَلَيَّ أَنْ أَعْمَلَهُ قَبْلَ أَنْ يَخْلُقَنِي بِأَرْبَعِينَ سَنَةً قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَحَجَّ آدَمُ مُوسَى» . رَوَاهُ مُسلم
قَالَ نَعَمْ قَالَ أَفَتَلُومُنِي عَلَى أَنْ عَمِلْتُ عَمَلًا كَتَبَهُ اللَّهُ عَلَيَّ أَنْ أَعْمَلَهُ قَبْلَ أَنْ يَخْلُقَنِي بِأَرْبَعِينَ سَنَةً قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَحَجَّ آدَمُ مُوسَى» . رَوَاهُ مُسلم
