মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২- ঈমানের অধ্যায়
হাদীস নং: ৭১
২. প্রথম অনুচ্ছেদ - সন্দেহ-সংশয়, কুমন্ত্রণা
৭১। হযরত জাবের (রাযিঃ) বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বললেন, ইবলীস পানির উপর তার সিংহাসন স্থাপন করে। অতঃপর মানুষের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য তার বাহিনী পাঠায়। এদের মধ্যে তার কাছে সবচাইতে সম্মানিত হয় সে, যে সবচাইতে বড় বিপর্যয় সৃষ্টি করতে পারে। তাদের মধ্যে কেউ এসে বলে, আমি এমন এমন করেছি। তখন ইবলীস বলে, আরে! তুমি কিছুই করো নি। রাসূলুল্লাহ (ﷺ) বললেন, অতঃপর আর একজন এসে বলে, আমি কিছুই বাদ দেই নি, এমনকি স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটিয়ে দিয়েছি। রাসূলুল্লাহ (ﷺ) বললেন, তখন ইবলীস তাকে কাছে টেনে নেয় এবং বলে, বেশ বেশ। হযরত আ'মাশ (রহ) বলেন, আমার মনে হয়, তখন ইবলীসকে জড়িয়ে ধরে। (মুসলিম)
بَابُ الْوَسْوَسَةِ
وَعَنْ جَابِرٍ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ إِبْلِيسَ يَضَعُ عَرْشَهُ عَلَى المَاء ثمَّ يبْعَث سراياه فَأَدْنَاهُمْ مِنْهُ مَنْزِلَةً أَعْظَمُهُمْ فِتْنَةً يَجِيءُ أَحَدُهُمْ فَيَقُولُ فَعَلَتُ كَذَا وَكَذَا فَيَقُولُ مَا صَنَعْتَ شَيْئًا قَالَ ثُمَّ يَجِيءُ أَحَدُهُمْ فَيَقُولُ مَا تَرَكَتُهُ حَتَّى فَرَّقَتْ بَيْنَهُ وَبَيْنَ امْرَأَتِهِ قَالَ فَيُدْنِيهِ مِنْهُ وَيَقُولُ نَعَمْ أَنْتَ قَالَ الْأَعْمَشُ أرَاهُ قَالَ «فيلتزمه» . رَوَاهُ مُسلم
