মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২- ঈমানের অধ্যায়

হাদীস নং: ৪৫
তৃতীয় অনুচ্ছেদ
৪৫। হযরত আবু উমামা (রাযিঃ) বলেন, একদিন এক ব্যক্তি রাসূলুল্লাহ (ﷺ)-কে জিজ্ঞাসা করল যে, ইয়া রাসূলাল্লাহ! ঈমানের স্বরূপ কি? রাসূলুল্লাহ (ﷺ) ইরশাদ করলেন, যখন তোমার সৎকাজ তোমাকে আনন্দ দিবে এবং অসৎকাজ তোমাকে কষ্ট দিবে তখন মনে করবে যে, তুমি খাঁটি মু'মিন। সে বলল, ইয়া রাসূলাল্লাহ! গুনাহের কাজ কি? রাসূলুল্লাহ (ﷺ) বললেন, যখন কোন কাজ করতে তোমার বিবেকে বাধবে তখন মনে করবে যে, এটাই গুনাহের কাজ এবং তা পরিত্যাগ করবে। (আহমদ)
الفصل الثالث
وَعَنْ أَبِي أُمَامَةَ أَنَّ رَجُلًا سَأَلَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَا الْإِيمَانُ قَالَ إِذَا سَرَّتْكَ حَسَنَتُكَ وَسَاءَتْكَ سَيِّئَتُكَ فَأَنْتَ مُؤْمِنٌ قَالَ يَا رَسُولَ اللَّهِ فَمَا الْإِثْمُ قَالَ إِذَا حَاكَ فِي نَفْسِكَ شَيْءٌ فَدَعْهُ» . رَوَاهُ أَحْمد
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৪৫ | মুসলিম বাংলা