মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২- ঈমানের অধ্যায়
হাদীস নং: ৩৭
- ঈমানের অধ্যায়
তৃতীয় অনুচ্ছেদ
৩৭। হযরত উসমান* (রাযিঃ) বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বললেন, যে ব্যক্তি এ কথা বিশ্বাস করে মৃত্যুবরণ করবে যে, আল্লাহ ছাড়া কোন ইলাহ নেই, সে জান্নাতে প্রবেশ করবে। (মুসলিম)
* নাম উসমান; উপনাম আবু আব্বুল্লাহ, আবু আমর ও আবু লায়লা। উপাধি যুন্নুরাইন ও গণী। পিতার নাম আফফান ইবনে আবুল আস। আর মাতার নাম আরওয়া বিনতে কুরাইয। তিনি ছিলেন রাসূল (ﷺ)-এর জামাতা ও তৃতীয় খলীফা। তিনি হিজরী ৩৫ সালের ১৪ জিলহজ্জ “আল-আসওয়াদুত-তুজিবী" নামক ঘাতকের হাতে নির্মমভাবে শাহাদাত বরণ করেন।
* নাম উসমান; উপনাম আবু আব্বুল্লাহ, আবু আমর ও আবু লায়লা। উপাধি যুন্নুরাইন ও গণী। পিতার নাম আফফান ইবনে আবুল আস। আর মাতার নাম আরওয়া বিনতে কুরাইয। তিনি ছিলেন রাসূল (ﷺ)-এর জামাতা ও তৃতীয় খলীফা। তিনি হিজরী ৩৫ সালের ১৪ জিলহজ্জ “আল-আসওয়াদুত-তুজিবী" নামক ঘাতকের হাতে নির্মমভাবে শাহাদাত বরণ করেন।
كتاب الإيمان
الفصل الثالث
وَعَنْ عُثْمَانَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ مَاتَ وَهُوَ يَعْلَمُ أَنَّهُ لَا إِلَهَ إِلَّا اللَّهُ دَخَلَ الْجَنَّةَ» . رَوَاهُ مُسلم
হাদীসের ব্যাখ্যা:
'আল্লাহ ছাড়া অন্য কোন ইলাহ নেই'। কালেমাটি খুবই সংক্ষিপ্ত, কিন্তু তার অর্থ অত্যন্ত ব্যাপক। যে ব্যক্তি বিচার-বিবেচনা করে কালেমা উচ্চারণ করে সে বস্তুতঃ এ ঘোষণাই দেয় যে, সে আল্লাহ ও তাঁর রাসূলের যাবতীয় হুকুম পালন করার জন্য প্রস্তুত। কলেমা পাঠের সংগে সংগে ঈমানদার ব্যক্তি বহু কঠিন যিম্মাদারীর সম্মুখীন হন। নিজের জীবনকে পূর্ণ ইসলামী শিক্ষা অনুযায়ী গড়ে তোলার জন্য চেষ্টা করাই ঈমানদারের কর্তব্য। মৃত্যু পর্যন্ত মুমিন ব্যক্তি তার ঈমানের দাবী মোতাবিক সংগ্রাম করে। কালেমায়ে তাইয়্যেবার দাবী পূরণে কোনরূপ গাফলতি করলে আল্লাহ রাব্বুল আলামীনের কাছে ক্ষমা প্রার্থনা করা উচিৎ।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)