মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২- ঈমানের অধ্যায়

হাদীস নং: ৩৭
তৃতীয় অনুচ্ছেদ
৩৭। হযরত উসমান* (রাযিঃ) বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বললেন, যে ব্যক্তি এ কথা বিশ্বাস করে মৃত্যুবরণ করবে যে, আল্লাহ ছাড়া কোন ইলাহ নেই, সে জান্নাতে প্রবেশ করবে। (মুসলিম)

* নাম উসমান; উপনাম আবু আব্বুল্লাহ, আবু আমর ও আবু লায়লা। উপাধি যুন্নুরাইন ও গণী। পিতার নাম আফফান ইবনে আবুল আস। আর মাতার নাম আরওয়া বিনতে কুরাইয। তিনি ছিলেন রাসূল (ﷺ)-এর জামাতা ও তৃতীয় খলীফা। তিনি হিজরী ৩৫ সালের ১৪ জিলহজ্জ “আল-আসওয়াদুত-তুজিবী" নামক ঘাতকের হাতে নির্মমভাবে শাহাদাত বরণ করেন।
الفصل الثالث
وَعَنْ عُثْمَانَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ مَاتَ وَهُوَ يَعْلَمُ أَنَّهُ لَا إِلَهَ إِلَّا اللَّهُ دَخَلَ الْجَنَّةَ» . رَوَاهُ مُسلم
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৩৭ | মুসলিম বাংলা