মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২- ঈমানের অধ্যায়

হাদীস নং: ২৮
- ঈমানের অধ্যায়
প্রথম অনুচ্ছেদ
২৮। হযরত আমর বিন আ'স (রাযিঃ) বলেন, আমি হুযুর (ﷺ)-এর নিকট এলাম এবং বললাম, আপনার ডান হাত বাড়ান যেন আমি আপনার হাতে বাইয়াত করতে পারি। অতঃপর হুযুর নিজ হাত বাড়ালেন, কিন্তু আমি আমার হাতখানা গুটিয়ে ফেললাম। হুযুর (ﷺ) বললেন, হে আমর! তোমার কি হল? বললাম, আমি একটা শর্ত করতে চাই। রাসূলুল্লাহ (ﷺ) বললেন, তুমি কি শর্ত করতে চাও? আমি বললাম, আমাকে যেন মাফ করা হয়। তখন রাসূলুল্লাহ (ﷺ) বলেন, হে আমর! তুমি কি জান না, 'ইসলাম তার পূর্বেকার সব কিছু বিলীন করে দেয় এবং হিজরত তার পূর্বেকার সব কিছু মিটিয়ে দেয়? (মুসলিম)
মিশকাত প্রণেতা বলেন হযরত আবু হুরায়রাহ (রাযিঃ) হতে যে দু'টি হাদীস বর্ণিত আছে, একটি হল- قال الله تعالى انا أغنا الشركاء عن الشرك
আর অন্যটি হল- الكبرياء ردائي
হাদীস দু'টি আমি রিয়া ও অহঙ্কার অধ্যায়ে বর্ণনা করব ইনশাআল্লাহ।
كتاب الإيمان
الفصل الاول
وَعَن عَمْرو بن الْعَاصِ قَالَ: «أَتَيْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقلت ابْسُطْ يَمِينك فلأبايعك فَبسط يَمِينه قَالَ فَقَبَضْتُ يَدِي فَقَالَ مَا لَكَ يَا عَمْرُو قلت أردْت أَن أشْتَرط قَالَ تَشْتَرِطُ مَاذَا قُلْتُ أَنْ يُغْفَرَ لِي قَالَ أما علمت أَنَّ الْإِسْلَامَ يَهْدِمُ مَا كَانَ قَبْلَهُ وَأَنَّ الْهِجْرَةَ تَهْدِمُ مَا كَانَ قَبْلَهَا وَأَنَّ الْحَجَّ يهدم مَا كَانَ قبله» ؟

وَالْحَدِيثَانِ الْمَرْوِيَّانِ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ اللَّهُ تَعَالَى: «أَنَا أَغْنَى الشُّرَكَاءِ عَنِ الشِّرْكِ» . والاخر: «الْكِبْرِيَاء رِدَائي» سَنَذْكُرُهُمَا فِي بَابِ الرِّيَاءِ وَالْكِبْرِ إِنْ شَاءَ الله تَعَالَى

হাদীসের ব্যাখ্যা:

এ হাদীসে নবী করীম (ﷺ) ইরশাদ করেছেন, ইসলাম কবুলের কারণে নবদীক্ষিত মুসলমানের পূর্ববর্তী সব গুনাহ মাফ হয়ে যায়। তিনি এই সংগে হিজরত ও হজ্জের উল্লেখ করে এ বিষয় গুরুত্ব আরোপ করেছেন যে, ইসলাম গ্রহণ করা এক বিরাট ব্যাপার। এমনকি ইসলামের অংশবিশেষের আমল। যথা : হিজরত ও হজ্জ দ্বারা ঈমানদার ব্যক্তির পূর্ববর্তী সব গুনাহ মাফ হয়ে যায়। এ হাদীসে উল্লেখিত গুনাহ মাফ প্রসংগে উলামায়ে কিরাম দুইটি শর্ত আরোপ করেন।

(এক) পূর্ণ আন্তরিকতা সহকারে ইসলাম গ্রহণ বা হিজরত করা কিংবা হজ্জ সম্পাদন করা।

(দুই) কারো জিম্মায় আল্লাহর বান্দাদের কোন হক থাকলে তা সংশ্লিষ্ট ব্যক্তিকে ফিরিয়ে দেয়া।

ইসলাম, হিজরত এবং হজ্জের দ্বারা "হক্কুল ইবাদ" (আল্লাহর বান্দাদের হক) বিশেষতঃ অর্থনৈতিক হক বিনষ্ট করার গুনাহ মাফ হয় না। ইসলাম কবুলকারীদের পূর্ববর্তী সব গুনাহ যে মাফ করে দেয়া হবে তা আল্লাহ্ রাব্বুল আলামীন স্বয়ং ঘোষণা করেছেন। ইরশাদ হচ্ছেঃ

قُلۡ لِّلَّذِیۡنَ کَفَرُوۡۤا اِنۡ یَّنۡتَہُوۡا یُغۡفَرۡ لَہُمۡ مَّا قَدۡ سَلَف

-হে রাসূল! কাফেরদের বলুন, তারা যদি বিরত হয় (অর্থাৎ কুফর ত্যাগ করে) তাদের পূর্ববর্তী গুনাহসমূহ মাফ করে দেয়া হবে। সূরা আনফাল - ৩৭
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)