আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৪৯- নবীজী সাঃ ও সাহাবা রাঃ ; মর্যাদা ও বিবিধ ফাযায়েল

হাদীস নং:
২১০৯. ফাতিমা (রাযিঃ)- এর মর্যাদা।
৩৪৯৬। ইয়াহয়া ইবনে কাযা‘আ (রাহঃ) .... আয়েশা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, যে রোগে নবী কারীম (ﷺ) ওফাত লাভ করেন সে সময়ে তাঁর কন্যা ফাতিমা (রাযিঃ)- কে ডেকে আনলেন এবং তাঁর সাথে চুপে চুপে কিছু বললেন। এতে ফাতিমা (রাযিঃ) কেঁদে দিলেন। এরপর আবার কাছে ডেকে এনে তার সাথে চুপে চুপে কিছু বললেন। এতে তিনি হেসে দিলেন। আয়েশা (রাযিঃ) বলেন, আমি এ ব্যাপারে ফাতিমা (রাযিঃ)- কে জিজ্ঞাসা করলাম। তখন তিনি বললেন, নবী কারীম (ﷺ) আমাকে চুপেচুপে অবহিত করলেন যে, তিনি এ রোগে ওফাত লাভ করবেন। এতে আমি কেঁদেছিলাম। তারপর আবার আমাকে চুপেচুপে জানালেন যে, আমি তাঁর পরিবার-পরিজনের প্রথম ব্যক্তি যে তাঁর সাথে মিলিত হব। এতে আমি হেসে ছিলাম।
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন