মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২- ঈমানের অধ্যায়
হাদীস নং: ১৩
প্রথম অনুচ্ছেদ
১৩। হযরত আনাস (রাযিঃ) বলেন, রাসূলুল্লাহ (ﷺ) ইরশাদ করেন, যে আমাদের মত নামায পড়ে , আমাদের কেবলামুখী হয় এবং আমাদের যবেহকৃত প্রাণী খায়, সে মুসলমান। তার প্রতি আল্লাহ ও রাসূলের দায়িত্ব বর্তায়, অতএব তোমরা আল্লাহর দায়িত্বে হস্তক্ষেপ করো না। (বোখারী)
الفصل الاول
وَعَن أنس أَنَّهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ صَلَّى صَلَاتَنَا وَاسْتَقْبَلَ قِبْلَتَنَا وَأَكَلَ ذَبِيحَتَنَا فَذَلِكَ الْمُسْلِمُ الَّذِي لَهُ ذِمَّةُ اللَّهِ وَذِمَّةُ رَسُولِهِ فَلَا تُخْفِرُوا اللَّهَ فِي ذمَّته» . رَوَاهُ البُخَارِيّ
