আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ

আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ

হাদীস নং: ১৩১৬
৬৩৪. বেহুদা কথাবার্তা
১৩১৬. হযরত আবু হুরায়রা (রাযিঃ) বলেন, নবী করীম (ﷺ) ফরমাইয়াছেনঃ আমার উম্মাতের মধ্যে দুষ্ট লোক হইল উহারা যাহারা কেবল ফরফর করিয়া কথা বলিতে থাকে, যাহারা চাপাইয়া চাপাইয়া কথা বলে, যাহারা কোনদিকে দিকপাত না করিয়া অবলীলাক্রমে বলিয়া যাইতেই থাকে। আর আমার উম্মাতের মধ্যে উত্তম লোক তাহারা যাহাদের চরিত্র উত্তম।
حَدَّثَنَا مَطَرٌ، قَالَ‏:‏ حَدَّثَنَا يَزِيدُ، قَالَ‏:‏ حَدَّثَنَا الْبَرَاءُ بْنُ يَزِيدَ، عَنْ عَبْدِ اللهِ بْنِ شَقِيقٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ‏:‏ شِرَارُ أُمَّتِي الثَّرْثَارُونَ، الْمُشَّدِّقُونَ، الْمُتَفَيْهِقُونَ، وَخِيَارُ أُمَّتِي أَحَاسِنُهُمْ أَخْلاقًا‏.‏
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আল-আদাবুল মুফরাদ - হাদীস নং ১৩১৬ | মুসলিম বাংলা