আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
হাদীস নং: ১২৯৪
৬২১- মনের মধ্যে সৃষ্ট কুমন্ত্রণা।
১২৯৪. হযরত আনাস ইব্ন মালিক (রাযিঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) ফরমাইয়াছেনঃ লোকজন অবাস্তব প্রশ্ন করিতেই থাকিবে। এমন কি এমন কথাও বলিতে ছাড়িবে না যে, আল্লাহ্ তো সবকিছু সৃষ্টি করিয়াছেন, তাঁহাকে কে সৃষ্টি করিল ?
وَعَنْ عُقْبَةَ بْنِ خَالِدٍ السَّكُونِيِّ، قَالَ: حَدَّثَنَا أَبُو سَعْدٍ سَعِيدُ بْنُ مَرْزُبَانَ قَالَ: سَمِعْتُ أَنَسَ بْنَ مَالِكٍ يَقُولُ: قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم: لَنْ يَبْرَحَ النَّاسُ يَسْأَلُونَ عَمَّا لَمْ يَكُنْ، حَتَّى يَقُولُوا: اللَّهُ خَالِقُ كُلِّ شَيْءٍ، فَمَنْ خَلَقَ اللَّهَ.
