আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ

আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ

হাদীস নং: ১২৯২
৬২১- মনের মধ্যে সৃষ্ট কুমন্ত্রণা।
১২৯২. হযরত আবু হুরায়রা (রাযিঃ) বলেন, একদা সাহাবীগণ আরয করিলেনঃ ইয়া রাসূলাল্লাহ্! আমাদের অন্তরে সময় সময় এমন সব কথার উদ্ভব হয়, যাহা মুখে প্রকাশ করিতে আমরা পসন্দ করি না যদিও বা ইহার বিনিময়ে সূর্যালোক যতদূর পর্যন্ত পৌঁছায় তাহার সবটাই আমাদের হস্তগত হইয়া পড়ে। নবী (ﷺ) ফরমাইলেনঃ সত্যই কি তোমাদের অন্তরে এরূপ কথার উদ্ভব হইয়া থাকে ? তাঁহারা বলিলেন : জ্বী, হ্যাঁ । ফরমাইলেনঃ ইহাই তো সুস্পষ্ট ঈমান (এর পরিচায়ক)!
بَابُ الْوَسْوَسَةِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سَلاَمٍ، قَالَ‏:‏ أَخْبَرَنَا عَبْدَةُ، عَنْ مُحَمَّدِ بْنِ عَمْرٍو، قَالَ‏:‏ حَدَّثَنَا أَبُو سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ‏:‏ قَالُوا‏:‏ يَا رَسُولَ اللهِ، إِنَّا نَجِدُ فِي أَنْفُسِنَا شَيْئًا مَا نُحِبُّ أَنْ نَتَكَلَّمَ بِهِ وَإِنَّ لَنَا مَا طَلَعَتْ عَلَيْهِ الشَّمْسُ، قَالَ‏:‏ أَوَ قَدْ وَجَدْتُمْ ذَلِكَ‏؟‏ قَالُوا‏:‏ نَعَمْ، قَالَ‏:‏ ذَاكَ صَرِيحُ الإيمَانِ‏.‏
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আল-আদাবুল মুফরাদ - হাদীস নং ১২৯২ | মুসলিম বাংলা