আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ

আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ

হাদীস নং: ১২৯০
৬১৯- আল্লাহ কোন নির্দিষ্ট এলাকায় তাঁর কোন বান্দার মৃত্যুদান করতে চাইলে তথায় যাওয়ার জন্য তার একটি প্রয়োজন সৃষ্টি করেন।
১২৯০. হযরত আবুল মালীহ্ (রাহঃ) তাঁহার স্বগোত্রীয় এক সাহাবীর প্রমুখাৎ বর্ণনা করেন যে, নবী করীম (ﷺ) ফরমাইয়াছেনঃ যখন আল্লাহ্ তাআলা নির্দিষ্ট কোন স্থানে তাহার কোন বান্দার জান কবয করিতে [অর্থাৎ মৃত্যুদান করিতে] চান। তখন তিনি সেখানে তাহার কোন না কোন প্রয়োজন রাখিয়া দেন। [যাহাতে সে সেখানে যাইতে বাধ্য হয়]।
بَابُ إِذَا أَرَادَ اللَّهُ قَبْضَ عَبْدٍ بِأَرْضٍ جَعَلَ لَهُ بِهَا حَاجَةً
حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، قَالَ‏:‏ حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ أَيُّوبَ، عَنْ أَبِي الْمَلِيحِ، عَنْ رَجُلٍ مِنْ قَوْمِهِ، وَكَانَتْ لَهُ صُحْبَةٌ، قَالَ‏:‏ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم‏:‏ إِذَا أَرَادَ اللَّهُ قَبْضَ عَبْدٍ بِأَرْضٍ جَعَلَ لَهُ بِهَا حَاجَةً‏.‏
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আল-আদাবুল মুফরাদ - হাদীস নং ১২৯০ | মুসলিম বাংলা