আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ

আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ

হাদীস নং: ১২৬৭
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
৬০৮- জুয়া খেলা।
১২৬৭. হযরত ইব্‌ন আব্বাস (রাযিঃ) হইতে বর্ণিত আছে যে, তাঁহাকে জিজ্ঞাসা করা হইল : উটের জুয়া কিরূপ ? জবাবে তিনি বলিলেনঃ দশ ব্যক্তি একত্র হইয়া দশটি উট-ছানার দামে একটি উটনী খরিদ করিত। অতঃপর একদিকে নয়জন এবং অপরদিকে একজন দাঁড়াইয়া তীর ঘুরাইতে থাকিত। যতক্ষণ পর্যন্ত তীর একব্যক্তির নামে না উঠিত ততক্ষণ পর্যন্ত তীর ঘুরানোর পালা চলিত এবং একজনের দিকের লোক পালাক্রমে বদল হইতে থাকিত এবং ঐ একজন অংশীদারিত্ব হইতে বাদ পড়িয়া যাইত। এভাবে নয় চক্করে নয় জন বাদ পড়ার পর। অতঃপর সর্বশেষে যখন একজনের দিকে তীর উঠিত, তখন ঐ ব্যক্তি তাহার ঐ এক অংশের বিনিময়ে পূর্ণ দশ অংশের মালিক বনিয়া যাইত এবং অবশিষ্ট নয়জন তাহাদের অংশ হারিয়া বসিত। ইহাই জুয়া।
أبواب الأدب المفرد للبخاري
بَابُ الْقِمَارِ
حَدَّثَنَا فَرْوَةُ بْنُ أَبِي الْمَغْرَاءِ، قَالَ‏:‏ أَخْبَرَنَا إِبْرَاهِيمُ بْنُ الْمُخْتَارِ، عَنْ مَعْرُوفِ بْنِ سُهَيْلٍ الْبُرْجُمِيِّ، عَنْ جَعْفَرِ بْنِ أَبِي الْمُغِيرَةِ قَالَ‏:‏ نَزَلَ بِي سَعِيدُ بْنُ جُبَيْرٍ فَقَالَ‏:‏ حَدَّثَنِي ابْنُ عَبَّاسٍ، أَنَّهُ كَانَ يُقَالُ‏:‏ أَيْنَ أَيْسَارُ الْجَزُورِ‏؟‏ فَيَجْتَمِعُ الْعَشَرَةُ، فَيَشْتَرُونَ الْجَزُورَ بِعَشَرَةِ فِصْلاَنٍ إِلَى الْفِصَالِ، فَيُجِيلُونَ السِّهَامَ، فَتَصِيرُ لَتِسْعَةٍ، حَتَّى تَصِيرَ إِلَى وَاحِدٍ، وَيَغْرَمُ الْآخَرُونَ فَصِيلاً فَصِيلاً، إِلَى الْفِصَالِ فَهُوَ الْمَيْسِرُ‏.‏
tahqiqতাহকীক:তাহকীক চলমান