আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ

আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ

হাদীস নং: ১২২৯
৫৮২- বাতি নিভানো।
১২২৯. হযরত জাবির ইব্‌ন আব্দুল্লাহ্‌ (রাযিঃ) বলেন নবী করীম (ﷺ) ফরমাইয়াছেনঃ (শয়নকালে) দরজাসমূহ বন্ধ করিয়া দিবে, মশকের (বা কলসীর) মুখ আটকাইয়া দিবে, পাত্র বা ভাণ্ডসমূহ উপুড় করিয়া রাখিবে এবং (উহাতে কোন বস্তু থাকিলে) উহা ঢাক্নী দ্বারা ঢাকিয়া রাখিবে এবং প্রদীপ নিভাইয়া দিবে, কেননা, শয়তান বন্ধ দরজা খোলে না, বা মশকের বন্ধমুখ খোলে না বা ঢাক্‌না দিয়া রাখা পাত্রের ঢাক্‌না সরায় না! তবে ছোট্ট পাখী অর্থাৎ ছিঁছকে ইঁদুর লোকের ঘর জ্বালাইয়া দেয়।
بَابُ إِطْفَاءِ الْمِصْبَاحِ
حَدَّثَنَا إِسْمَاعِيلُ قَالَ‏:‏ حَدَّثَنِي مَالِكٌ، عَنْ أَبِي الزُّبَيْرِ الْمَكِّيِّ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللهِ، أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم قَالَ‏:‏ أَغْلِقُوا الأَبْوَابَ، وَأَوْكُوا السِّقَاءَ، وَأَكْفِئُوا الإِنَاءَ، وَخَمِّرُوا الإِنَاءَ، وَأَطْفِئُوا الْمِصْبَاحَ، فَإِنَّ الشَّيْطَانَ لاَ يَفْتَحُ غَلَقًا، وَلاَ يَحُلُّ وِكَاءً، وَلاَ يَكْشِفُ إِنَاءً، وَإِنَّ الْفُوَيْسِقَةَ تُضْرِمُ عَلَى النَّاسِ بَيْتَهُمْ‏.‏
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন
আল-আদাবুল মুফরাদ - হাদীস নং ১২২৯ | মুসলিম বাংলা