আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ

আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ

হাদীস নং: ১২১৭
৫৭৬- কেউ তার বিছানায় ঘুমাতে গিয়ে যে দুআ পড়বে।
১২১৭. হযরত জাবির (রাযিঃ) বলেন, নবী করীম (ﷺ) ‘তাবারাকা’ ও আলিফ-লাম-মীম তানযীল’ সাজ্‌দাহ না পড়িয়া নিদ্রা যাইতেন না ।
حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، قَالَ‏:‏ حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ لَيْثٍ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ قَالَ‏:‏ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم لاَ يَنَامُ حَتَّى يَقْرَأَ‏:‏ تَبَارَكَ وَ ‏(‏الم تَنْزِيلُ‏)‏ السَّجْدَةِ‏.‏
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আল-আদাবুল মুফরাদ - হাদীস নং ১২১৭ | মুসলিম বাংলা