আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
হাদীস নং: ১২০৯
৫৭৪. প্রত্যুষে পড়িবার দুআ
১২০৯. হযরত আনাস ইব্ন মালিক (রাযিঃ) বলেন, যে ব্যক্তি সকালে বলেনঃ [প্রভো! আমি প্রত্যুষে উপনীত হইয়াছি। আমি সাক্ষ্য দিতেছি তোমাকে, তোমার আরশবাহীদিগকে, তোমার ফিরিশতাকুলকে এবং তোমার সমগ্র সৃষ্টিজগতকে এই মর্মে যে, নিঃসন্দেহে তুমিই সেই সত্তা, যে সত্তা ছাড়া আর কোন উপাস্য নাই, তুমি একক, তোমার কোন শরীক (অংশীদার) নাই এবং এই মর্মে সাক্ষ্য দিতেছি যে, মুহাম্মাদ তোমার বান্দা ও তোমার রাসূল] আল্লাহ্ তাআলা তাহাকে ঐদিনের এক চতুর্থাংশের জন্য রেহাই দান করেন, আর যে ব্যক্তি দুইবার বলে তাহাকে অর্ধদিনের জন্য এবং যে ব্যক্তি চারবার বলে তাহাকে ঐ দিনের পূর্ণ দিবসের জন্য দোযখ হইতে রেহাই দান করেন।
حَدَّثَنَا إِسْحَاقُ، قَالَ: حَدَّثَنَا بَقِيَّةُ، عَنْ مُسْلِمِ بْنِ زِيَادٍ، مَوْلَى مَيْمُونَةَ زَوْجِ النَّبِيِّ صلى الله عليه وسلم، قَالَ: سَمِعْتُ أَنَسَ بْنَ مَالِكٍ قَالَ: قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم: مَنْ قَالَ حِينَ يُصْبِحُ: اللَّهُ إِنَّا أَصْبَحْنَا نُشْهِدُكَ، وَنُشْهِدُ حَمَلَةَ عَرْشِكَ، وَمَلاَئِكَتَكَ وَجَمِيعَ خَلْقِكَ، أَنَّكَ أَنْتَ اللَّهُ لاَ إِلَهَ إِلاَّ أَنْتَ وَحْدَكَ لاَ شَرِيكَ لَكَ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُكَ وَرَسُولُكَ، إِلاَّ أَعْتَقَ اللَّهُ رُبُعَهُ فِي ذَلِكَ الْيَوْمِ، وَمَنْ قَالَهَا مَرَّتَيْنِ أَعْتَقَ اللَّهُ نِصْفَهُ مِنَ النَّارِ، وَمَنْ قَالَهَا أَرْبَعَ مَرَّاتٍ أَعْتَقَهُ اللَّهُ مِنَ النَّارِ فِي ذَلِكَ الْيَوْمِ.
