আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৪৯- নবীজী সাঃ ও সাহাবা রাঃ ; মর্যাদা ও বিবিধ ফাযায়েল

হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৩৭৫৪
২১০৩. আবু বকর (রাযিঃ)-এর মাওলা (আযাদকৃত গোলাম) বিলাল ইবনে রাবাহ (রাযিঃ)- এর মর্যাদা। নবী কারীম (ﷺ) বলেন, (হে বিলাল) জান্নাতে আমি তোমার জুতার শব্দ আমার আগে আগে শুনেছি
৩৪৮২। আবু নু‘আঈম (রাহঃ) .... জাবির ইবনে আব্দুল্লাহ (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, উমর (রাযিঃ) বলতেন, আবু বকর (রাযিঃ) আমাদের নেতা এবং মুক্ত করেছেন আমাদের একজন নেতা বিলাল (রাযিঃ)- কে।
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন