আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ

আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ

হাদীস নং: ১১৯১
৫৬৩- পোশাক পরিধানের নিষিদ্ধ নিয়ম (ইহ্‌তিবা)।
১১৯১. হযরত আবু হুরায়রা (রাযিঃ) বলেন, যখনই আমি হাসান (রাযিঃ)-কে দেখিয়েছি তখনই আমার চক্ষুদ্বয় অশ্রুসজল হইয়া উঠিয়াছে। ইহা এই কারণে এই যে, নবী করীম (ﷺ) একদা (তাঁহার হুজরা হইতে) বাহির হইয়াই আমাকে মসজিদে পাইলেন। তিনি আমার হাত চাপিয়া ধরিলেন। আমিও তাঁহার সহিত চলিলাম। তিনি আমার সহিত কোন কথাই বলিলেন না। এভাবে আমরা বনি কায়নুকার বাজারে গিয়া পৌছিলাম। তিনি সেখানে ঘোরাফেরা করিতে লাগিলেন এবং চতুর্দিকে দৃষ্টি নিক্ষেপ করিতে লাগিলেন। অতঃপর তিনি ফিরিয়া আসিলেন এবং আমিও তাঁহার সাথে আসিলাম। এমন কি আমরা মসজিদ পর্যন্ত আসিয়া পৌছিলাম। তিনি সেখানে গোঁট মারিয়া বসিলেন এবং গায়ে চাদর জড়াইয়া লইয়া বলিতে লাগিলেন, বাছা কোথায়? বাছাকে আমার কাছে ডাক! হাসান ছুটিয়া আসিয়া তাঁহার কোলে বসিয়া পড়িলেন এবং তাঁহার হাত তাঁহার দাড়ির মধ্যে ঢুকাইয়া দিলেন। তখন নবী করীম (ﷺ) তাঁহার মুখ খুলিয়া আপন পবিত্র মুখ তাঁহার মুখে দিতে লাগিলেন এবং বলিলেনঃ হে আল্লাহ্‌! আমি ইহাকে ভালবাসি, সুতরাং তুমিও তাঁহাকে ভালবাস এবং যে বা যাহারা তাঁহাকে ভালবাসে, তাহাদিগকেও তুমি ভালবাসিও।
حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ الْمُنْذِرِ قَالَ‏:‏ حَدَّثَنِي ابْنُ أَبِي فُدَيْكٍ قَالَ‏:‏ حَدَّثَنِي هِشَامُ بْنُ سَعْدٍ، عَنْ نُعَيْمِ بْنِ الْمُجْمِرِ، عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ‏:‏ مَا رَأَيْتُ حَسَنًا قَطُّ إِلاَّ فَاضَتْ عَيْنَايَ دُمُوعًا، وَذَلِكَ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم خَرَجَ يَوْمًا، فَوَجَدَنِي فِي الْمَسْجِدِ، فَأَخَذَ بِيَدِي، فَانْطَلَقْتُ مَعَهُ، فَمَا كَلَّمَنِي حَتَّى جِئْنَا سُوقَ بَنِي قَيْنُقَاعٍ، فَطَافَ فِيهِ وَنَظَرَ، ثُمَّ انْصَرَفَ وَأَنَا مَعَهُ، حَتَّى جِئْنَا الْمَسْجِدَ، فَجَلَسَ فَاحْتَبَى ثُمَّ قَالَ‏:‏ أَيْنَ لَكَاعٌ‏؟‏ ادْعُ لِي لَكَاعًا، فَجَاءَ حَسَنٌ يَشْتَدُّ فَوَقَعَ فِي حِجْرِهِ، ثُمَّ أَدْخَلَ يَدَهُ فِي لِحْيَتِهِ، ثُمَّ جَعَلَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَفْتَحُ فَاهُ فَيُدْخِلُ فَاهُ فِي فِيهِ، ثُمَّ قَالَ‏:‏ اللَّهُمَّ إِنِّي أُحِبُّهُ، فَأَحْبِبْهُ، وَأَحِبَّ مَنْ يُحِبُّهُ‏.‏
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আল-আদাবুল মুফরাদ - হাদীস নং ১১৯১ | মুসলিম বাংলা