আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ

আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ

হাদীস নং: ১১৮৯
৫৬২- চার জানু হয়ে বসা।
১১৮৯. ইমরান ইব্‌ন মুসলিম বলেন, আমি হযরত আনাস ইব্‌ন মালিক (রাযিঃ)-কে চারজানু অবস্থায় একপায়ের উপর অপর পা রাখিয়া বসিতে দখিয়াছি।
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يُوسُفَ، قَالَ‏:‏ حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عِمْرَانَ بْنِ مُسْلِمٍ قَالَ‏:‏ رَأَيْتُ أَنَسَ بْنَ مَالِكٍ يَجْلِسُ هَكَذَا مُتَرَبِّعًا، وَيَضَعُ إِحْدَى قَدَمَيْهِ عَلَى الأخْرَى‏.‏
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আল-আদাবুল মুফরাদ - হাদীস নং ১১৮৯ | মুসলিম বাংলা