আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ

আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ

হাদীস নং: ১১৮৫
৫৬০. আরামে বসার উদ্দেশ্যে বালিশ প্রদান
১১৮৫. হযরত আব্দুল্লাহ্‌ ইব্‌ন বুস্‌র (রাযিঃ) বলেন জও, একদা নবী করীম (ﷺ) তাঁহার পিতার ওদিক হইয়া যাইতেছিলেন। তখন তিনি তাহাকে একটি মখমলী চাদর ছুড়িয়া দেন এবং তিনি উহাতে বসেন।
حَدَّثَنَا مُسْلِمُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ‏:‏ حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ يَزِيدَ بْنِ خُمَيْرٍ، عَنْ عَبْدِ اللهِ بْنِ بُسْرٍ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم مَرَّ عَلَى أَبِيهِ، فَأَلْقَى لَهُ قَطِيفَةً فَجَلَسَ عَلَيْهَا‏.‏
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আল-আদাবুল মুফরাদ - হাদীস নং ১১৮৫ | মুসলিম বাংলা