আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ

আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ

হাদীস নং: ১১৮৩
৫৫৯- পোশাক পরিধানের নিষিদ্ধ নিয়ম (ইহতিবা)।
১১৮৩. হযরত আবু সাইদ খদরী (রাযিঃ) বলেন, রাসূলুল্লাহ্‌ দুই ধরনের কাপড় পরিধান এবং দুই রকমের বেচা-বিক্রি সম্পর্কে নিষেধ করিয়াছেনঃ কাপড় স্পর্শের বেচা-বিক্রি এবং কাপড় নিক্ষেপের বেচা-বিক্র। এই ধরনের বেচা-বিক্রি সম্পাদিত হইত পণ্য (ভালমতে) না দেখিয়াই। আর যে দুই ধরনের কাপড় পরিধান সম্পর্কে নিষেধ করিয়াছেন তাহা হইল, এক কাঁধে কাপড় ঝুলাইয়া দিয়া অপর কাঁধ উম্মুক্ত রাখা এবং কোমরের সাথে কাপড় বাঁধিয়া গোছা পর্যন্ত ঝুলাইয়া দেওয়া এমন ভাবে যে, বসিয়া থাকিলে সতর খোলা থাকে (লজ্জাস্থানের সাথে কন কাপর সংলগ্ন থাকে না।)
بَابُ الاحْتِبَاءِ فِي الثَّوْبِ
حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ صَالِحٍ قَالَ‏:‏ حَدَّثَنِي اللَّيْثُ قَالَ‏:‏ حَدَّثَنِي يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ قَالَ‏:‏ أَخْبَرَنِي عَامِرُ بْنُ سَعْدٍ، أَنَّ أَبَا سَعِيدٍ الْخُدْرِيَّ قَالَ‏:‏ نَهَى رَسُولُ اللهِ صلى الله عليه وسلم عَنْ لِبْسَتَيْنِ وَبَيْعَتَيْنِ‏:‏ نَهَى عَنِ الْمُلاَمَسَةِ، وَالْمُنَابَذَةِ فِي الْبَيْعِ، الْمُلاَمَسَةُ‏:‏ أَنْ يَمَسَّ الرَّجُلُ ثَوْبَهُ، وَالْمُنَابَذَةُ‏:‏ يَنْبُذُ الْآخَرُ إِلَيْهِ ثَوْبَهُ، وَيَكُونُ ذَلِكَ بَيْعَهُمْ عَنْ غَيْرِ نَظَرٍ‏.‏ وَاللِّبْسَتَيْنِ اشْتِمَالُ الصَّمَّاءِ، وَالصَّمَّاءُ‏:‏ أَنْ يَجْعَلَ طَرَفَ ثَوْبِهِ عَلَى إِحْدَى عَاتِقَيْهِ، فَيَبْدُو أَحَدُ شِقَّيْهِ لَيْسَ عَلَيْهِ شَيْءٌ، وَاللِّبْسَةُ الأُخْرَى احْتِبَاؤُهُ بِثَوْبِهِ وَهُوَ جَالِسٌ، لَيْسَ عَلَى فَرْجِهِ مِنْهُ شَيْءٌ‏.‏
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)
আল-আদাবুল মুফরাদ - হাদীস নং ১১৮৩ | মুসলিম বাংলা