আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ

আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ

হাদীস নং: ১১৫৪
৫৪২. তাঁহার পার্শ্বচরই সর্বাধিক সম্মানের পাত্র
১১৫৪. ইব্‌ন মুলায়কা বলেন, হযরত ইব্‌ন আব্বাস (রাযিঃ) বলিয়াছেন, আমার নিকট সর্বাধিক সম্মানের পাত্র হইতেছে আমার পার্শ্বচর, যদিও আমার নিকট আসিতে গিয়া সে লোকের ঘাড় টপকাইয়া বসে।
حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، عَنْ عَبْدِ اللهِ بْنِ مُؤَمَّلٍ، عَنِ ابْنِ أَبِي مُلَيْكَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ‏:‏ أَكْرَمُ النَّاسِ عَلَيَّ جَلِيسِي، أَنْ يَتَخَطَّى رِقَابَ النَّاسِ حَتَّى يَجْلِسَ إِلَيَّ‏.‏
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আল-আদাবুল মুফরাদ - হাদীস নং ১১৫৪ | মুসলিম বাংলা