আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
হাদীস নং: ১১৪০
৫৩২- আপনি কেমন আছেন?
১১৪০.হযরত আনাস ইব্ন মালিক (রাযিঃ) বলেন, হযরত উমর ইব্নুল খাত্তাব (রাযিঃ)-কে একব্যক্তি সালাম দিল। তিনি তাঁহাকে ঐ ব্যক্তির সালামের জবাব দিতে শুনিয়াছেন। অতঃপর উমর (রাযিঃ) তাহাকে জিজ্ঞাসা করিলেনঃ কেমন আছেন? জবাবে সে ব্যাক্তি বলিল, আমি আপনার সমীপে আল্লাহ্র প্রশংসা করি। তখন উমর (রাযিঃ) বলিলেনঃ আমি তোমার নিকট ইহাই আশা করিয়াছিলাম।
بَابُ: كَيْفَ أَنْتَ؟
حَدَّثَنَا إِسْمَاعِيلُ قَالَ: حَدَّثَنِي مَالِكٌ، عَنْ إِسْحَاقَ بْنِ عَبْدِ اللهِ بْنِ أَبِي طَلْحَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، أَنَّهُ سَمِعَ عُمَرَ بْنَ الْخَطَّابِ رَضِيَ اللَّهُ عَنْهُ، وَسَلَّمَ عَلَيْهِ رَجُلٌ فَرَدَّ السَّلاَمَ، ثُمَّ سَأَلَ عُمَرُ الرَّجُلَ: كَيْفَ أَنْتَ؟ فَقَالَ: أَحْمَدُ اللَّهَ إِلَيْكَ، فَقَالَ عُمَرُ: هَذَا الَّذِي أَرَدْتُ مِنْكَ.
