আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ

আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ

হাদীস নং: ১১৩৬
৫২৯. পত্রের প্রারাম্ভে কী লেখা হইবে?
১১৩৬। হযরত আবু হুরায়রা (রাযিঃ) বলেন, তিনি নবী করীম (ﷺ)-কে বলিতে শুনিয়াছেনঃ বনি ইসরাঈল বংশের এক ব্যাক্তিকে তাঁহার বন্ধু পত্র লিখিল- (অতঃপর পূর্ণ হাদীস বর্ণনা করেন) অমুকের তরফ হইতে অমুকের প্রতি।
حَدَّثَنَا مُوسَى، قَالَ‏:‏ حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، قَالَ‏:‏ حَدَّثَنَا عُمَرُ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، سَمِعْتُهُ يَقُولُ‏:‏ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم‏:‏ إِنَّ رَجُلاً مِنْ بَنِي إِسْرَائِيلَ، وَذَكَرَ الْحَدِيثَ، وَكَتَبَ إِلَيْهِ صَاحِبُهُ‏:‏ مِنْ فُلاَنٍ إِلَى فُلانٍ‏.‏
tahqiqতাহকীক:তাহকীক চলমান