আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ

আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ

হাদীস নং: ১১২৫
৫২৪- চিঠিপত্রের উত্তর দেয়া।
১১২৫. হযরত আমির হযরত ইব্‌ন আব্বাস (রাযিঃ) এর প্রমুখাৎ বর্ণনা করেন যে তিনি বলিয়াছেনঃ আমার সুস্পষ্ট অভিমত হইল এই যে,সালামের জবাব দেওয়ার মত চিঠির জবাব দেওয়াও অবশ্য কর্তব্য।
بَابُ جَوَابِ الْكِتَابِ
حَدَّثَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ، قَالَ‏:‏ أَخْبَرَنَا شَرِيكٌ، عَنِ الْعَبَّاسِ بْنِ ذَرِيحٍ، عَنْ عَامِرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ‏:‏ إِنِّي لَأَرَى لِجَوَابِ الْكِتَابِ حَقًّا كَرَدِّ السَّلامِ‏.‏
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আল-আদাবুল মুফরাদ - হাদীস নং ১১২৫ | মুসলিম বাংলা