আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ

আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ

হাদীস নং: ১১১৭
৫১৮- আহলে কিতাব সম্প্রদায়কে কিভাবে চিঠিপত্র লিখবে?
১১১৭. হযরত আব্দুল্লাহ ইবন (রাযিঃ) বলেন, রোম সম্রাট হিরাক্লিয়াস আবু সুফিয়ান-কে ডাকাইলেন। অতঃপর রাসূলুল্লাহ (ﷺ)-এর সেই পত্র খানা আনাইলেন, যাহা দাহ্‌ইয়া কাবলী (রাযিঃ) বুসরার শাসনকর্তার কাছে লইয়া আসেন। উহা তখন হিরাক্লিয়াসের কাছে দেওয়া হইল। তিনি তাহা পাঠ করিলেন। যাহাতে লিখিত ছিলঃ "বিস্‌মিল্লাহির রহমানির রহীম। আল্লাহর বান্দা ও রাসূল মুহাম্মাদের পক্ষ হইতে রোম প্রধান হিরাক্লিয়াসের প্রতি। হিদায়াত তথা সত্যপথের যে অনুসারী তাহার প্রতি সালাম। আমি আপনাকে ইসলাম গ্রহণের দাওয়াত দিতেছি। ইসলাম গ্রহণ করুন, শান্তি ও নিরাপত্তা লাভ করিবেন। আল্লাহ্‌ আপনাকে দ্বিগুণ প্রতিফল দান করিবেন। আর যদি আপনি মুখ ফিরাইয়া লন (অর্থাৎ এই দাওয়াত প্রত্যাখ্যান করেন) তবে প্রজাকুলের গুনাহ্‌ ও আপনার উপর বর্তাইবে। … … … … يَا أَهْلَ الْكِتَابِ تَعَالَوْا إِلَى كَلِمَةٍ سَوَاءٍ بَيْنَنَا وَبَيْنَكُمْ‏‏ إِلَى قَوْلِهِ‏:‏ ‏اشْهَدُوا بِأَنَّا مُسْلِمُونَ‏ "হে কিতাবধারীগণ! আইসো সেই কথার দিকে যাহা আমাদের ও তোমাদের মধ্যে একই; যেন আমরা আল্লাহ্‌ ব্যতীত কাহারও ইবাদাত না করি, কোন কিছুকেই তাঁহার শরীক না করি এবং আমাদের কেহ কাহাকেও আল্লাহ্‌ ব্যতীত প্রতিপালকরূপে গ্রহণ না করে…। যদি তাহারা মুখ ফিরাইয়া লয়, তবে তোমরা বলিয়া দাওঃ তোমরা স্বাক্ষী থাক, আমরা মুসলিম (আত্মসমর্পণকারী)।" [আলে ইমরানঃ ৬৪]
بَابُ‏:‏ كَيْفَ يَكْتُبُ إِلَى أَهْلِ الْكِتَابِ‏؟‏
حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، قَالَ‏:‏ أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ قَالَ‏:‏ أَخْبَرَنِي عُبَيْدُ اللهِ بْنُ عَبْدِ اللهِ بْنِ عُتْبَةَ، أَنَّ عَبْدَ اللهِ بْنَ عَبَّاسٍ أَخْبَرَهُ، أَنَّ أَبَا سُفْيَانَ بْنَ حَرْبٍ أَخْبَرَهُ‏:‏ أَرْسَلَ إِلَيْهِ هِرَقْلُ مَلِكُ الرُّومِ، ثُمَّ دَعَا بِكِتَابِ رَسُولِ اللهِ صلى الله عليه وسلم الَّذِي أُرْسِلَ بِهِ مَعَ دِحْيَةَ الْكَلْبِيِّ إِلَى عَظِيمِ بُصْرَى، فَدَفَعَهُ إِلَيَّ هِرَقْلُ فَقَرَأَهُ، فَإِذَا فِيهِ‏:‏ بِسْمِ اللهِ الرَّحْمَنِ الرَّحِيمِ، مِنْ مُحَمَّدٍ عَبْدِ اللهِ وَرَسُولِهِ إِلَى هِرَقْلَ عَظِيمِ الرُّومِ، سَلاَّمٌ عَلَى مَنِ اتَّبَعَ الْهُدَى، أَمَّا بَعْدُ، فَإِنِّي أَدْعُوكَ بِدِعَايَةِ الإِسْلاَمِ، أَسْلِمْ تَسْلَمْ، يُؤْتِكَ اللَّهُ أَجْرَكَ مَرَّتَيْنِ، فَإِنْ تَوَلَّيْتَ فَإِنَّ عَلَيْكَ إِثْمَ الأَرِيسِيِّينَ وَ ‏(‏يَا أَهْلَ الْكِتَابِ تَعَالَوْا إِلَى كَلِمَةٍ سَوَاءٍ بَيْنَنَا وَبَيْنَكُمْ‏)‏ إِلَى قَوْلِهِ‏:‏ ‏(‏اشْهَدُوا بِأَنَّا مُسْلِمُونَ‏)‏‏.‏
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন
আল-আদাবুল মুফরাদ - হাদীস নং ১১১৭ | মুসলিম বাংলা