আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ

আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ

হাদীস নং: ১১১৪
৫১৬- যিম্মীদের সালামের উত্তর কিভাবে দিবে?
১১১৪. হযরত আব্দুল্লাহ ইব্‌ন উমর (রাযিঃ) বলেন, রাসূলুল্লাহ (ﷺ) ফরমাইয়াছেনঃ ইয়াহূদিদের কেহ যখন তোমাদিগকে সালাম দেয় তখন বলিয়া থাকে; 'আস্‌ সামু আলাইকা' (তোমার উপর মৃত্যু আপতিত হউক!) তখন জবাবে তোমরা বলিবেঃ "ওয়া আলাইকা" (তোমার উপরও)।
بَابُ‏:‏ كَيْفَ الرَّدُّ عَلَى أَهْلِ الذِّمَّةِ‏؟‏
حَدَّثَنَا إِسْمَاعِيلُ قَالَ‏:‏ حَدَّثَنِي مَالِكٌ، عَنْ عَبْدِ اللهِ بْنِ دِينَارٍ، عَنْ عَبْدِ اللهِ بْنِ عُمَرَ، أَنَّهُ قَالَ‏:‏ قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم‏:‏ إِنَّ الْيَهُودَ إِذَا سَلَّمَ عَلَيْكُمْ أَحَدُهُمْ، فَإِنَّمَا يَقُولُ‏:‏ السَّامُ عَلَيْكَ، فَقُولُوا‏:‏ وَعَلَيْكَ‏.‏
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন
আল-আদাবুল মুফরাদ - হাদীস নং ১১১৪ | মুসলিম বাংলা