আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ

আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ

হাদীস নং: ১১১২
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
১১৫. যিম্মীদিগকে (বিধর্মীদিগকে) ইশারায় সালাম করা
১১১২. আলকামা (রাযিঃ) বলেন, হযরত আব্দুল্লাহ্‌ (ইব্‌ন উমর) বিধর্মী নেতাদিগকে ইঙ্গিতে সালাম দিয়েছেন।
أبواب الأدب المفرد للبخاري
بَابُ مَنْ سَلَّمَ عَلَى الذِّمِّيِّ إِشَارَةً
حَدَّثَنَا صَدَقَةُ، قَالَ‏:‏ أَخْبَرَنَا حَفْصُ بْنُ غِيَاثٍ، عَنْ عَاصِمٍ، عَنْ حَمَّادٍ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ عَلْقَمَةَ قَالَ‏:‏ إِنَّمَا سَلَّمَ عَبْدُ اللهِ عَلَى الدَّهَاقِينَ إِشَارَةً‏.‏
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আল-আদাবুল মুফরাদ - হাদীস নং ১১১২ | মুসলিম বাংলা