আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ

আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ

হাদীস নং: ১০৮০
৪৯৬. অনুচ্ছেদঃ তাকাইবার জন্যই অনুমতির প্রয়োজন
১০৮০. হযরত আনাস (রাযিঃ) বলেন, একদা জনৈক ব্যক্তি একটি ফাঁক দিয়া নবী করীম (ﷺ)-এর হুজরার দিকে উঁকি মারিয়া তাকায়। তখন রাসূলুল্লাহ্ (ﷺ) তাঁহার তীরের ধারাল ফলা দ্বারা তাহা বন্ধ করিলেন। তখন ঐ ব্যক্তি তাহার মাথা বাহির করিয়া নিল।
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سَلاَمٍ، قَالَ‏:‏ أَخْبَرَنَا الْفَزَارِيُّ، عَنْ حُمَيْدٍ، عَنْ أَنَسٍ قَالَ‏:‏ اطَّلَعَ رَجُلٌ مِنْ خَلَلٍ فِي حُجْرَةِ النَّبِيِّ صلى الله عليه وسلم، فَسَدَّدَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم بِمِشْقَصٍ، فَأَخْرَجَ الرَّجُلُ رَأْسَهُ‏.‏
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আল-আদাবুল মুফরাদ - হাদীস নং ১০৮০ | মুসলিম বাংলা